নদীয়া সংবাদনিউজরাজ্য

নদীয়ার কৃষ্ণনগরে সেরা পূজো কমিটিগুলির সদস্যদের হাতে প্রদান করা হলো বিশ্ববাংলা শারদ সম্মান

ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে সম্মাননা প্রদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- চলতি বছর দুর্গাপূজায় জেলার অভ্যন্তরে যেসব পূজা কমিটিগুলি তাদের সেরা পূজা,সেরা মন্ডপ, সেরা প্রতিমা, ও সেরা কোভিড সচেতনতার নিরিখে সর্বোচ্চ স্থান অধিকার করেছিল সেই সকল পূজা কমিটি গুলিকে মঙ্গলবার বিকেলে কৃষ্ণনগর নদীয়া জেলা পরিষদ ভবনে আনুষ্ঠানিকভাবে বিশ্ববাংলা শারদ সম্মাননা প্রদান করা হয়।

ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে সম্মাননা প্রদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়ার জেলাশাসক পার্থ ঘোষ, পুলিশ সুপার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক, বিশ্বজিৎ ঘোষ,অতিরিক্ত জেলা শাসক সহ নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু সহ অন্যান্য জেলা প্রশাসনিক আধিকারিকেরা।

বিশ্ববাংলা শারদ সম্মাননা প্রতিযোগিতার বিভিন্ন স্তরে সফল মোট বারোটি পূজা কমিটির সদস্যদের হাতে এই দিন আনুষ্ঠানিকভাবে শারদ সম্মাননা পুরস্কার তুলে দেন নদীয়ার জেলাশাসক সহ পুলিশ সুপার ও নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু।

Related Articles