টেক নিউজ

Low Price Car: মাইলেজে রাজা, চোখ ধাঁধানো ফিচার্সে ঠাসা, 10 লাখের নিচে দুর্দান্ত 5টি গাড়ির তালিকা

Advertisement
Advertisement

Low Price Car: একটা সময় ছিল যখন কেবলমাত্র উচ্চবিত্তদের বাড়ির গ্যারেজে দেখা যেত চারচাকা গাড়ি। সময় বদলেছে। আজকাল কিন্তু কেবলমাত্র উচ্চবিত্তরা নয় পাশাপাশি মধ্যবিত্তদের বাড়ির গ্যারেজেও ঠাঁই পেয়েছে চারচাকা গাড়ি। আর মধ্যবিত্তের কথা চিন্তা করেই কিন্তু একের পর এক কমদামের গাড়ি লঞ্চ করে চলেছে বিভিন্ন সংস্থাগুলি। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে আরও 5 টি গাড়ির।

ইতিমধ্যেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে একের পর এক নতুন গাড়ি। হ্যাচব্যাগ থেকে SUV সবই রয়েছে তালিকায়। আর এবার বাজার কাঁপাতে আসছে বেশ কিছু গাড়ি। ভারতের সবথেকে বড় গাড়ির সংস্থা Maruti Suzuki আনছে নতুন Swift। অন্যদিকে দুরন্ত SUV আনছে Mahindra। 10 লাখের নিচে এবার কিনে নেওয়া যাবে শখের গাড়ি। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন গাড়ি আসছে ভারতের বাজার কাঁপাতে।

Maruti Suzuki Swift- মে মাসে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Maruti Suzuki Swift। গাড়ির দাম রাখা হয়েছে 10 লাখ টাকার নিচে। ইতিমধ্যেই গাড়ি বুকিং করে ফেলেছেন অনেকেই। আপনিও যদি বুকিং করতে চান তাহলে পকেট থেকে খরচ করতে হবে মাত্র 11,000 টাকা। এই গাড়িতেই মিলবে 1.2 লিটার 3 সিলিন্ডার ইঞ্জিন সহ অটোমেটিক গিয়ার বক্স। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ ফিচার।

Maruti Suzuki Dzire- তালিকার রয়েছে Maruti Suzuki Dzire। বছরের পর বছর ধরে ভারতে সবচেয়ে সস্তা গাড়ি হিসেবে নিজের জায়গা তৈরি করে রেখেছে এই গাড়ি। আর এবার আসছে নয়া সংস্করণ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জুলাই মাসেই ভারতের বাজারে লঞ্চ হতে পারে Maruti Suzuki Dzire। সুইফটের মতোই এই গাড়িতে জেনারেশন আপডেট করতে চলেছে সংস্থা।

Mahindra SUV 3X0- ভারতের বাজার কাঁপাতে আসছে Mahindra SUV 3X0। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বুকিং। চলতি মাসের 29 তারিখ ভারতের বাজারে লঞ্চ করা হবে এই গাড়ি। নতুন ডিজাইনের পাশাপাশি থাকছে একগুচ্ছ বাড়তি ফিচার। দাম হতে পারে 10 লাখ টাকার মধ্যেই।

Citroen Basalt- একগুচ্ছ দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Citroen Basalt। এই গাড়ির দামও কিন্তু রাখা হবে 10 লাখ টাকার মধ্যেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গাড়ির ফাস্ট লুক। জানিয়ে রাখি, এই গাড়ি ভারতের টাটা কারফ গাড়িকে চ্যালেঞ্জ জানাবে সরাসরি।

Honda Amaze- তালিকায় রয়েছে Honda Amaze। খুব শীঘ্রই ভারতের বাজারে নতুন প্রজন্মের এই গাড়ি হতে চলেছে লঞ্চ। দুর্গাপূজোর আগেই ভারতের বাজারে এই গাড়ি লঞ্চ করতে পারে সংস্থা। এতে মিলবে একগুচ্ছ সেফটি ফিচারস। যা সহজেই নজর কাড়বে আগ্রহী ক্রেতাদের। এমনটাই দাবি করছে সংস্থা।

Related Articles