টেক নিউজনিউজ

Scam Phone Calls: ফোন কোলের মাধমে প্রতারণার ফাঁদ! কিভাবে বাঁচবেন জেনে নিন

ফেক কল বন্ধ করার জন্য টেলিকম সংস্থা কী নির্দেশ দিয়েছে? জানুন

Advertisement
Advertisement

স্মার্টফোন একদিনে যেমন বিপ্লব ঘটিয়েছে, তেমনই এই স্মার্টফোনের মাধ্যমে বিপদ আসছে হাজার। দৈনন্দিন জীবনে স্মার্টফোন হয়ে উঠেছে খুবই প্রয়োজনীয় একটি জিনিস। যেখানে বিভিন্ন প্রয়োজনে রয়েছে একাধিক অ্যাপ। আর এই সমস্ত অ্যাপের মধ্যে দিয়েই প্রতারণার ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ। স্মার্টফোনে (Scam Phone Calls) থাকা অ্যাপই হয়ে উঠছে স্ক্যামারদের প্রতারণা করার অন্যতম মাধ্যম। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুকের মাধ্যমে আসছে বিভিন্ন লিঙ্ক। আর সেই লিঙ্কে ক্লিক করলে ফাঁকা হচ্ছে ব্যাংকের টাকা। এই খবর কিছুদিন আগে বেশ তোলপাড় করেছিল।

তবে এর সঙ্গে বর্তমানে আরো একটি বিষয় সংযোজন হয়েছে, যা চিন্তা বাড়িয়েছে মানুষের। এখন অ্যাপের পাশাপাশি মানুষকে কল করেও প্রতারণার জালে ফেলা হচ্ছে। স্মার্টফোন এমনই জালিয়াতির কল আসছে। তবে এই ধরণের ফেক কল যাতে বন্ধ করা যায়, সে জন্য টেলিকম সংস্থাগুলি এআই ব্যবহারের নির্দেশ দিয়েছে। যদিও স্প্যাম কল (Scam Phone Calls) বন্ধ করা নিয়ে সেভাবে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি টেলিকম কোম্পানিগুলিকে।

সূত্র মারফত জানা যাচ্ছে, বর্তমানে ফোন কলের (Scam Phone Calls) মাধমে প্রতারণার সংখ্যা বেড়ে চলেছে। যেখানে মানুষকে ফেক আইডি বা নম্বর থেকে কল করা হচ্ছে এবং ভিডিওতে লাইক দিয়ে কিংবা বিজ্ঞাপন দেখে উপার্জনের প্রলোভন দেখানো হচ্ছে। আর উপার্জনের অর্থ ব্যাংকে দেওয়ার নাম করে চাওয়া হচ্ছে ব্যাংকের ডিটেলস।

এখনেই শেষ নয়, একবার কোনো ব্যক্তি এই প্রলোভনে পা দিলে তাকে আরো বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার লোভ দেখানো হচ্ছে। প্রথম দিকে অল্প পরিমাণ টাকা ইনভেস্ট করে রিটার্ন পাচ্ছেন মানুষ। তবে যেই প্রচুর পরিমানে টাকা বিনিয়োগ করছেন, সেই মুহূর্তে ভ্যানিশ হচ্ছে ওই সংস্থা (Scam Phone Calls) বা কোম্পানি। এক প্রকার মানুষকে লোভ দেখিয়ে বিশ্বাস অর্জন করে টাকা হাতানো হচ্ছে।

Related Articles