টেক নিউজ

শীঘ্রই ভারতে আসতে চলেছে ফিচারে ঠাসা KTM-এর এই দুই মডেল, বাজার নষ্ট করবে Royal Enfield-এর

Advertisement
Advertisement

KTM Duke 390 And Duke 250: অস্ট্রিয়ান মোটরসাইকেল নির্মাতা সংস্থা KTM বর্তমানে বাইক প্রেমীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির বাইক বাজারে লঞ্চ করছে। শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে তারা তাদের নির্মিত Duke 390 এবং Duke 250 বাইকদুটি চালু করতে চলেছে। নতুন ডিজাইনের মাধ্যমে লঞ্চ করা বাইকদুটি পাওয়ার প্ল্যান্ট (Power Plant) আপডেট করে তাকে আরো অত্যাধুনিক করে গড়ে তোলা হয়েছে।

KTM Duke 390 And Duke 250

দাম (Price): জানা গেছে আমাদের ভারতে Duke 390-এর এক্স-শোরুম হিসেবে রিটেল প্রাইস হল ৩.১১ লক্ষ টাকা এবং Duke 250-এর রিটেল প্রাইস ২.৩৯ লক্ষ টাকা।

রাইড মোডে (Ride Mode): আপডেট করা নতুন Duke 390-বাইকটি তিনটি রাইড মোডে (Ride Mode) পাওয়া যায়। সেগুলিতে ABS মোড এবং সুপারমোটো ABS মোড সহ। ট্র্যাকশন কন্ট্রোল এর সুবিধা পাওয়া যায়। এগুলির মাধ্যমে রাইডার বাইকটি চালানোর সময় তা কন্ট্রোলে রাখতে পারেন।

ইঞ্জিন (Engine): Duke 390 বাইকটিতে একটি অত্যন্ত শক্তিশালী 399 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন (Single Cylinder Engine) দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 46 PS এর সর্বোচ্চ পাওয়ার আউটপুট তৈরি করতে পারে। এই বাইকের শক্তিশালী ইঞ্জিনটি 39 Nm পর্যন্ত সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে।

গিয়ারবক্স (Gearbox): মোটরসাইকেলটিতে একটি উন্নত মানের স্লিপার ক্লাচ সহ একটি 6-স্পীড গিয়ারবক্স রয়েছে। এছাড়াও বাইক আরোহীদের সুবিধার্থে এর এক্সহস্ট পাইপটি একটি underbelly ধরনের রাখা হয়েছে। এটিও অত্যন্ত উন্নত মানের।

অন্যান্য বৈশিষ্ট্য (Other features): Duke 390 বাইকটিতে একটি অফ সেট রিয়ার শক আছে। যেটি এর সিটের উচ্চতাকে 800 মিলিমিটারে নামিয়ে আনতে সাহায্য করে।

KTM Duke 390 And Duke 250

বাইকটির ওজন কন্ট্রোলে রাখতে এবং নতুন এই মোটরসাইকেলটিতে আরোহীদের সুবিধার্থে হালকা চাকা এবং ব্রেক রোটার দেওয়া হয়েছে।

এই বাইকটিতে একটি অ্যাক্সেসারি সিট পাওয়া যায়, যা এর স্যাডলের উচ্চতা 820 মিমি পর্যন্ত নিয়ে যেতে সক্ষম।

এছাড়াও এতে আছে ফ্রন্ট ফর্ক, যেটি কম্প্রেশন ও রিবাউন্ডের সামঞ্জস্য রক্ষা করে। এইগুলি আসলে সেপারেট ওপেন কার্তুজ ফাংশন ফর্ক।

আরো নানা ধরনের উন্নত প্রযুক্তি যুক্ত হয়েছে এই বাইকে।
আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটি ভারতীয় মোটরসাইকেল বাজার কাঁপাতে চলে আসবে এবং মন জয় করে নেবে বাইক প্রেমীদের।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles