টেক নিউজনিউজ

Redmi Smartphone: শক্তিশালী ক্যামেরা সহ দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে চলেছে রেডমি!

খুবই কম দামে ভারতের বাজরে পাওয়া যাবে রেডমির নতুন স্মার্টফোন

Advertisement
Advertisement

স্মার্টফোন মানুষের জীবনে খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দৈনন্দিন জীবনে স্মার্টফোন বিভিন্ন কাজে লাগে। বর্তমানে নিত্য নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনছে বিভিন্ন সংস্থা। পিছিয়ে নেই চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা রেডমি (Redmi Smartphone)। সূত্র মারফত জানা যাচ্ছে, খুবই শীঘ্রই এই সংস্থা ভারতের বাজারে তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। যে স্মার্টফোনটির ক্যামেরা হবে খুবই শক্তিশালী। হার মানাবে ডিএসএলআরকে।

চীনা সংস্থা রেডমি ভারতের বাজারে লঞ্চ করতে পারে তাদের নতুন স্মার্টফোন। গোপন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। রেডমির (Redmi Smartphone) এই নতুন স্মার্টফোনটি রেডমি নোট ১৩ আল্ট্রা নামে বাজারে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটি ক্যামেরার দিক থেকে খুবই শক্তিশালী হবে। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন বা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য দুর্দান্ত হতে চলেছে এই স্মার্টফোন।

আজকাল বাজারে দুর্দান্ত ফিচার্স সহ অনেক স্মার্টফোন পাওয়া যাচ্ছে, যেগুলোর দাম খুবই কম। অর্থাৎ কম খরচে দুর্দান্ত ফিচার্স। সেই কথা মাথায় রেখে রেডমি (Redmi Smartphone) সংস্থাও খুবই কম তাদের রি নতুন স্মার্টফোনটি বাজারে লঞ্চ করতে পারে। ইতিমধ্যে রেডমি নোট ১৩ আল্ট্রা স্মার্টফোনের দাম ভারতের বাজারে কী হতে পারে সে সম্পর্কে একটি তথ্য প্রকাশিত হয়েছে। জানা যাচ্ছে, ভারতের বাজারে এই স্মার্টফোনটি মাত্র ১৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

এত কম দামের মধ্যে রেডমি নোট ১৩ আল্ট্রা স্মার্টফোনে থাকতে পারে ২০০ এমপি প্রাইমারি ক্যামেরা। এছাড়া ৮ এমপি মাইক্রো সেন্সর ক্যামেরা, ৬৪ এমপি আল্ট্রাভায়োলেট সেন্সর সহ ১২এমপির আরো একটি সেন্সর। ফ্রন্টে থাকবে ৪৮ এমপি ক্যামেরা সেন্সর, যা দিয়ে সুন্দর সুন্দর সেলফি তোলা যাবে। এছাড়া এই স্মার্টফোনে (Redmi Smartphone) দেওয়া হবে স্ন্যাপড্রাগন ৯৫০+ জি ৫ জি প্রসেসর।

Related Articles