লাইফস্টাইল

হাত দিয়ে ধরা যায় মেঘ! দার্জিলিং, পুরী ছেড়ে ঘুরে আসুন এই অফবিটে, মিলবে স্বর্গসুখ

Advertisement
Advertisement

Meghalaya Nongjrong Village: কিছুদিন যেতে না যেতেই ঘুরতে যাওয়ার জন্য প্রায় সকলেরই মনটা উথাল-পাতাল করে। পাতি বাংলায় বলতে গেলে ঘুরতে যেতে কেই না ভালোবাসে বলুন তো দেখি। তবে, বাঙালি ঘুরতে যাওয়া বলতে এককথায় ওই দীঘা, পুরী ও দার্জিলিংয়ের কথাই বোঝেন। কিন্তু তার বাইরের প্রকৃতির অপূর্ব রূপ রয়েছে। পর্যটকদের কাছে শীত হোক বা গ্রীষ্ম সবসময়ই পাহাড় প্রিয়। বেশিরভাগ মানুষ পাহাড় বলতে কাশ্মীর, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ এসবই বোঝেন। তবে, এটা ছাড়াও আজ আপনাদের অসাধারণ একটি ডেস্টিনেশনের খোঁজ দেব। আর তা হল মেঘালয়ের ‛নংজরং’ গ্রাম।

Meghalaya Nongjrong Village

জায়গা (Meghalaya Nongjrong Village Location)

উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত মেঘালয় রাজ্যের জনপ্রিয় একটি পর্যটক কেন্দ্র হল ‛নংজরং’ গ্রাম। যাকে কিনা আবার মেঘালয় রাজ্যের রত্ন হিসেবেও গণ্য করা হয়।

কিভাবে পৌঁছাবেন (How To Reach)

১.পর্যটকর গুয়াহাটি বা শিলং থেকে সহজেই ‛নংজরং’ পৌঁছাতে পারে। সেক্ষেত্রে আপনাকে গুয়াহাটি বিমান বন্দর বা রেলওয়ে স্টেশন থেকে ‛নংজরং’ যাওয়ার জন্য একটি ট্যাক্সি ভাড়া করতে হবে। এই গ্রামে পৌঁছাতে আপনার সময় লাগবে ৫ ঘন্টা।
২.এছাড়াও আপনি যদি চান তাহলে শিলং বিমানবন্দর থেকে শিলং শহরে পৌঁছে ‛নংজরং’ যাওয়ার জন্য একটি ক্যাব নিয়ে নিন। এক্ষেত্রে গাড়িতে যেতে আপনার সময় লাগবে ২ ঘন্টা।
৩. আরেক ভাবেও আপনি ওই গ্রামে পৌঁছাতে পারবেন। আর তা হল আপনি শিলং বিমানবন্দর থেকে একবারে গাড়ি থেকে সরাসরি ‛নংজরং’ পৌছাতে পারবেন। সেক্ষেত্রে আপনার সময় লাগবে তিন ঘন্টা।

Black Leopard in Odisha
ওড়িশার ঘন জঙ্গলে দেখা মিলল বিরল প্রজাতির কালো বাঘ, তুমুল ভাইরাল ভিডিও

কি কি দেখতে পাবেন (Meghalaya Nongjrong Village What will you see?)

১. ছবির মতো এই রাজ্যটি দেখলে মনে হবে রাস্তা দিয়ে যেন মেঘেরা হেঁটে বেড়াচ্ছে। আপনি চাইলেন যেন হাত দিয়ে মেঘেদের ছুঁতে পারবেন।
২.এখানকার সংস্কৃতি আপনাকে মুগ্ধ করবে।
৩.আপনি উপত্যকায় মেঘেদের অপূর্ব দৃশ্য দেখতে পাবেন।
৪.সূর্যাস্ত থেকে সূর্যদয়ের অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করবে। বলা যায় যে, প্রকৃতি প্রেমীদের কাছে এযেন এক স্বর্গ।

Meghalaya Nongjrong Village

খরচ (Meghalaya Nongjrong Village Cost)

অতি সামান্য খরচেই আপনি এই জায়গা ঘুরে আসতে পারেন।

ঘুরতে যাওয়ার সেরা সময় (Best Time For Visit)

যেকোনো সময়ই আপনি এই জায়গায় ঘুরতে যেতে পারেন। তবে, শীতকালটা এখানে যাওয়ার সবচেয়ে ভালো সময়।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles