অফবিট

ওড়িশার ঘন জঙ্গলে দেখা মিলল বিরল প্রজাতির কালো বাঘ, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

Black Leopard in Odisha: অবশেষে দেখা মিললো বিরল প্রজাতির কালো রঙের চিতাবাঘের (Black Leopard)। আজকালকার দিনে বিরল প্রজাতির বন্যপ্রাণীর দেখা পাওয়া সৌভাগ্যের বিষয়। এমনকি দিনে দিনে এসব বন্যপ্রাণী প্রায় বিলুপ্ত হতে বসেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে কালো রঙের চিতাবাঘ দেখতে পাওয়া রাজ্যের বন দফতরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি করেছে। তবে, কোথায় এই চিতাবাঘ ধরা পড়েছে জানেন। চলুন জেনে নেওয়া যাক।

Black Leopard in Odisha

কোথায় চিতাবাঘ ধরা পড়েছে? (Black Leopard in Odisha)

ওড়িশার জঙ্গলে এই চিতাবাঘের হদিশ মিলেছে। মূলত বঙ্গোপসাগরের তীরবর্তী এই ভারতের পূর্ব ভাগের এই রাজ্যে বাঘসুমারী চলাকালীন এই চিতাবাঘটি ধরা পড়েছে।

Web Series
প্রতিটি মুহূর্তে রয়েছে যৌনতায় ঠাসা এই ওয়েব সিরিজ, ভুলেও ছোটদের সামনে দেখবেন না

মুখ্যবন ও বন্যপ্রাণ সংরক্ষণ (পিসিসিএফ) সুশান্ত নন্দ (Sushant Nanda) তার সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডেলে এই বিরল কালোচিতা বাঘের ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন যে, ‛বর্তমানে রাজ্যে যে বাঘসুমারী চলছে তাতে জঙ্গলে একটি ক্যামেরায় এই বিরল প্রজাতির বাঘ ধরা পড়েছে। এই সুমারিতে আরও অনেক কিছু আকর্ষণীয় অজানা বন্যপ্রানের ছবিও প্রকাশ্যে আসতে পারে’।

তবে, ওড়িশার কোন জঙ্গলে এই চিতাবাঘটি ধরা পড়েছে তা প্রকাশ করা হয়নি। আর সেটা যে নিরাপত্তার স্বার্থে তা বুঝতে কারোরই অসুবিধা হয়নি। গত বছরও ওড়িশা সরকার এই বাঘসুমারি শুরু করেছিল। ময়ূরভঞ্জের সিমলিপাল বাঘ সংরক্ষণ কেন্দ্র এবং কেন্দুঝাড়ে সরকার এই সুমারির কাজ চালায়।

আগে কোথায় কালোবাঘ ধরা পড়েছিল? (Where was the black tiger caught before?)

এর আগে সিমলিপাল জাতীয় উদ্যানে কালো রঙের একটি বাঘ ক্যামেরায় ধরা পড়েছিল। আগামীদিনে আরও বিরল প্রজাতির কোনো বন্যপ্রাণী ক্যামেরার ধরা পড়ে নাকি সেটাই এখন দেখার।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles