লাইফস্টাইল

হাসফাঁস গরমে AC চালিয়েও কম আসবে ইলেকট্রিক বিল, কাজে লাগান এই ছোট্ট ট্রিকস…

Advertisement
Advertisement

আপনি কি অতিরিক্ত বিদ্যুতের বিল নিয়ে চিন্তায় আছেন? অতিরিক্ত বিদ্যুতের বিল মেটাতে গিয়ে আপনারও কি পকেট হয়ে যাচ্ছে ফাঁকা? আপনিও কি ভাবছেন কিভাবে অতিরিক্ত বিদ্যুতের বিল কমানো যায়? তবে এই প্রতিবেদনটি আপনার এই সমস্যা সমাধান করে দেবে। বিস্তারিত জানতে হলে ‘সংবাদ সফরের’ এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গ্রীষ্মকাল চলে এসেছে,আর গ্রীষ্মকাল আসা মানে সূর্যের প্রখর তাপে সবার অবস্থায় নাজেহাল,বিশেষ করে যে সমস্ত মানুষ বাইরে কাজকর্ম করেন। বাইরে কাজকর্ম করে আসার পর বাড়িতে এসে ‘এ.সি’ বা ‘ফ্যানের’ তলায় বসে একটু জিরিয়ে নিতে কার না ভালো লাগে, সাথে ফ্রিজের ঠান্ডা জল তো আছেই। গ্রীষ্মকালে এক মুহূর্ত থাকা যায় না ‘ফ্যান’ বা ‘এ.সি’ ছাড়া। কিন্তু একটি সমস্যাও রয়েছে, সেটা হচ্ছে বিদ্যুতের বিল।

গ্রীষ্মকাল আসা মানে বিদ্যুতের বিল চড়চড় করে বাড়তেই থাকে। আর মাস শেষ হতেই হাতে আসে একটা চড়া বিদ্যুৎ বিল যা দেখে চক্ষু চরক গাছ হয়ে যায়। এই সমস্যায় ভোগে অনেক মানুষ এবং বর্তমান সময়ে অতিরিক্ত বিদ্যুতের বিল বেশিরভাগ মানুষেরই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আর চিন্তা নেই কারণ আমরা আমাদের এই প্রতিবেদনে আপনাদের জানাবো এমন কিছু ছোট ছোট গোপন তথ্য যার মাধ্যমে আপনি আপনার বিদ্যুতের বিল কম করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেই গোপন তথ্যগুলি।

প্রথমত,আপনাকে যেটা করতে হবে সেটি হল বাড়ির সমস্ত বহু পুরনো ইলেকট্রিক গেজেটগুলো ব্যবহার করা ছেড়ে দিতে হবে এবং উন্নত মানের ফাইভ স্টার যুক্ত গেজেট ব্যবহার করতে হবে কারণ এই পুরনো গেজেট গুলি অতিরিক্ত বিদ্যুৎ শোষণ করে। দ্বিতীয়ত, অকারণে সুইচ অন করা যাবেনা কারণ তাতে বিদ্যুতের অপচয় হয়, তাই কাজ হয়ে গেলে সুইচ অফ করে রাখতে হবে। তৃতীয়ত, বাড়িতে ব্যবহার করুন বিদ্যুৎ সাশ্রয় করে এমন এলইডি (LED) আলো। চতুর্থত, আপনাকে ঠিকঠাক মতন ‘এসি র’ ব্যবহার করতে হবে।

অনেকে ভেবে থাকেন ‘এ.সি’ চালালে হয়তো বিদ্যুৎ বিল অনেক বেড়ে যায়। তবে এমনটা কখনোই না। ‘এ.সি’ সঠিক ব্যবহার করতে জানলে আপনার বিদ্যুৎ বিল কখনোই বাড়বে না। আপনি যদি ২৪° অটোমেটিক সেটিং এ এসি চালান তবে আপনার বিদ্যুৎ বিল কখনোই বেশি আসবে না। এই সমস্ত ছোট ছোট জিনিস গুলো মাথায় রেখে কাজ করলে আপনার বিদ্যুৎ বিল অনেকটাই কমে যাবে।

Related Articles