লাইফস্টাইল

৩০০ টাকায় জ্যাকেট, ২০০ টাকায় সোয়েটার, কলকাতার এই মার্কেটে হুড়িয়ে বাড়ছে ভিড়

Advertisement
Advertisement

Winter Shopping: ধীরে ধীরে শীতভাব অনুভূত হচ্ছে রাজ্যে। কোথাও পাখা বন্ধ হচ্ছে, তো কোথাও নেওয়া হচ্ছে পাতলা চাদর। কিছু শীতকাতুরে মানুষ আবার উষ্ণতা খুঁজতে ঢুকে পড়েছেন মোটা লেপের ভাঁজে। এলাকা হিসাবে তাপমাত্রার কমবেশি আছেই। তবে তাই বলে মানুষ কি সস্তায় শীতের পোশাকের খোঁজ পেলে শপিং করবে না? নিশ্চয়ই করবে। তবে এর জন্য সঠিক ঠিকানা জানা জরুরি।

Winter Shopping

আজকাল হাতে ফোন ও হাইস্পিড নেট থাকার দৌলতে খুব সহজেই অনলাইন কেনাকাটা করা যায়। শপিং ওয়েবসাইটগুলো তো আছেই। এছাড়াও ফেসবুক ও ইনস্টাগ্রামে অনলাইন স্টোরও দেখতে পাওয়া যায়। ভালো ডিজাইন পাওয়ার সঙ্গে পাওয়া যায় ভালো অফারও। কিন্তু এক্ষেত্রে হাতে জিনিস কেনার আনন্দ পাওয়া যায় না। তবে একটি বিশেষ এলাকা আছে এই দেশে, যেখানের স্থানীয় মানুষেরা খুবই সস্তায় ট্রেন্ডিং ডিজাইনের ও উন্নত মানের শীতের পোশাক খুবই সস্তায় কেনার সুযোগ পান। এবার, আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে। এখানে কোন এলাকার কথা বলা হচ্ছে। চলুন, আর অপেক্ষা না করে সেই ঠিকানার নাম জেনে নেওয়া যাক।

Short Film
ঝোপ বুঝে কোপ! স্বামীর অনুপস্থিতিতে দেওরের সঙ্গে কুকর্ম কামুক বৌদির, তুমুল ভাইরাল এই শর্টফিল্ম

কোথায় সস্তায় শীতের পোশাক পাওয়া যায়? (Where can i buy winter clothes at affordable price/cheap price?)

এই প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে লখনৌয়ের (Lucknow) নিয়ে। এখানে কাশ্মীরি উলেন মার্কেট চলছে রমরমিয়ে। সস্তায় শীতের পোশাক কিনতে গেলে যেতে হবে চারবাগের চিলড্রেন মিউজিয়ামে। সেখানে বসা কাশ্মীরি উলেন মার্কেটের দৌলতে শোয়েটার, জ্যাকেট, টুপি, গ্লাভস খুবই কমদামে পাওয়া যাচ্ছে। ওই মার্কেটে শোয়েটার মিলছে মাত্র ১৫০-২০০ টাকায় এবং জ্যাকেট পাওয়া যাচ্ছে মাত্র ৩০০ টাকায়। টুপি ও গ্লাভস তো কেনার জন্য খরচ করতে হচ্ছে মাত্র ৫০ টাকা। এতো সস্তায় শীতের পোশাক উপলব্ধ থাকায় ক্রেতা-বিক্রেতাদের ভিড় উপচে পড়তে দেখা গেছে ওই মার্কেটে। এছাড়াও কলকাতার গড়িয়া মার্কেটে খুব কম দামে সোয়েটার, জ্যাকেট মিলছে, যার দাম শুরু ২০০ টাকা।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles