Unknown Facts : জানেন বন্দুকের গুলিতে কি থাকে? যার জন্য কোনো মানুষকে সহজেই হত্যা করা যায়

Unknown Facts : আমরা সকলেই জানি গুলিবিদ্ধ হলে যেকোনো মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়। সরাসরি না দেখলেও অনেকসময় পর্দায় দেখতে পাই গুলিবিদ্ধ হলে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে মারা যায়। বাস্তবে ঠিক এমনটাই ঘটে্ গুলি বিদ্ধ হলে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে মারা যায়। তবে কি এমন থাকে যার ফলে সে মারা যায়। আজকের প্রতিবেদনে আমরা এই বিষয়েই জানবো।
প্রথম জানতে হবে বন্দুক কীভাবে গঠিত। বন্দুকে ব্যবহৃত বুলেটে তিনটি অংশ থাকে। বন্দুকের বুলেটকে কার্তুজ বলা হয়। বগলেট হল সেই বস্তু যা বন্দুক থেকে বেরিয়ে লক্ষ্যতে গিয়ে বিদ্ধ হয়। আর এর ফলে যদি কোনো মানুষের দিকে নির্দেশ করে গুলি করা হয় তবে সেই বুলেট সরাসরি তার শরীরে প্রবেশ করে গভীর ক্ষতর সৃষ্টি করে। কার্তুজের মাঝের অংশ যেটিকে কেস বা ফাঁপা বলা হয় সেখানে বারুদ থাকে।
গুলির শেষ অংশকে বলা হয় প্রাইমার। এটি গিলি চালানোর সময় বারুদে বিস্ফোরণ ঘটায়। যখন বন্দুক চালানো হয় তখন কার্তুজের মাঝের অংশটি বন্দুক থেকে পড়ে যায় ও বন্দুক থেকে গুলি বেরিয়ে লক্ষ্যের দিকে ধাবিত হয়। বুলেট তৈরি হয় সিসা বা ক্যালসিয়াম সিলিকেট দিয়ে। এসব ধাতুর পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে মানুষ মারা যায়। এছাড়া বন্দুক থেকে গুলি বেরোনোর সময় যে ধোয়ার সৃষ্টি হয় সেটি থেকে মৃত্যু হতে পারে।
অবার্ন পাউডার মৃত্যু ঘটাতে পারে। দ্রুত গতিতে গুলি শরীরে প্রবেশ করলে শরীরে তাপ উৎপন্ন হয় ও ওই ব্যক্তি মারা যায়। গুলিবিদ্ধ হলে সেই স্থান থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়। বুলেট শরীরে প্রবেশ করলে নানান অঙ