নতুন বছরের সূচনাতেই ঝুলি থেকে ফের আকর্ষণীয় অফার বার করে ফেলল জিও। অন্যান্য সমস্ত টেলিকম সংস্থাকে পিছনে ফেলে নয়া অফারে বাজিমাত করতে চলেছে জিও। এমনিতেই সস্তার প্ল্যান এনে বরাবর গ্রাহকদের নজর কেড়েছে এই এই সংস্থা যার ফলে বেড়েছে জিওর গ্রাহক সংখ্যা আর এবার সেই সমস্ত গ্রাহকের কথা মাথায় রেখেই নিয়ে আসা হয়েছে নতুন প্ল্যান।
বর্তমানে এই সংস্থা তাদের প্রিপেড গ্রাহকদের একটি বিশেষ ধরনের রিচার্জ প্ল্যান অফার করছে যা কেবল সংস্থার ওয়েবসাইট ও অ্যাপ থেকে রিচার্জ করা যায়। 395 টাকার এই প্ল্যানে পাওয়া যাবে তিন মাসের ভ্যালিডিটি। সাথে রয়েছে কলিং মেসেজিং ও ডেটা ব্যবহারের সুবিধা। 400 টাকার কমে এমন 3 মাসের প্ল্যান অন্যান্য টেলিকম সংস্থায় নেই বললেই চলে।
395-এর প্ল্যান
এই প্ল্যানে পাওয়া যাবে ৮৪ দিনের ভ্যালিডিটি যেখানে ৬ জিবি হাই স্পিড ডেটা দেওয়া হবে। যা চাইলে একদিনও ব্যবহার করতে পারবেন আবার 84 দিনেও। এছাড়াও থাকছে 300 এসএমএস ও আনলিমিটেড কলের সুবিধা। পুরো ৮৪ দিনের জন্যই ডেটা কলিং এবং ম্যাসেজিং উপভোগ করতে পারবে গ্রাহকরা।
সাধারণত যাদের প্রতিদিন খুব বেশি ডেটার প্রয়োজন হয় না তাদের জন্য এই প্ল্যান বেশ সুবিধাজনক। যাদের প্রতিদিন কল প্রয়োজন বা যারা সেকেন্ডারি সিম সক্রিয় রাখতে চান তাদের জন্য দারুণ অপশন এই প্ল্যানটি। এছাড়াও এই প্ল্যানটি জিও ট্রু 5G ওয়েলকাম অফার এর অন্তর্ভুক্ত। ফলে প্ল্যান রিচার্জ করা থাকলে এক জিবিপিএস ডাউনলোড সহ আনলিমিটেড ডাটা উপভোগ করা যাবে।