সাধ্যের মধ্যে সেরা ইলেকট্রিক স্কুটার লঞ্চ করলো Pure EV, পাবেন ১৫০ কিমি রেঞ্জ সহ আকর্ষণীয় ফিচারস

Advertisement

সময়ের সাথে সাথে ইলেকট্রিক যানবাহনের রমরমা ক্রমাগত বেড়েই চলেছে। যার পেছনে অন্যতম কারণ হিসেবে রয়েছে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি ও পরিবেশ দূষণ। ইতিমধ্যেই ভারতীয় বাজারে একাধিক সংস্থা ই-স্কুটার নিয়ে এসেছে। সম্প্রতি এবার সেরকমই এক নতুন সদস্যের আগমন ঘটেছে এই তালিকায়। কারণ, সম্প্রতি স্টার্টআপ সংস্থা পিওর ইভি (Pure EV) তাদের নতুন স্কুটার ‘ePluto 7G Pro’ আনুষ্ঠানিকভাবে লঞ্চের কথা ঘোষণা করেছে।

Advertisements

যেটির দাম ধার্য করা হয়েছে ৯৪,৯৯৯ টাকা। জানা গিয়েছে এটি মূলত তিনটি রংয়ের অপশনে পাওয়া যাবে। যেগুলি হল ম্যাট ব্ল্যাক, গ্রে এবং হোয়াইট। এটি সংস্থার ডিলারশিপদের কাছ থেকে বুকিং করা যাবে। সংস্থার তরফ থেকে জানা গিয়েছে চলতি মাস থেকেই এটির ডেলিভারি শুরু হবে।

Advertisements

ফিচার্সের দিক দিয়ে দেখতে গেলে এটি মূলত তৈরি হয়েছে ecoDryft মোটরসাইকেল প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে। স্কুটারটিতে রয়েছে ২.৪ কিলোওয়াট MCU সহ একটি ১.৫ কিলোওয়াট ইলেকট্রিক মোটর এবং CAN-ভিত্তিক চার্জার। শুধু তাই নয় স্মার্ট BMS সহ এতে উপস্থিত AIS156 ব্যাটারী এবং ব্লুটুথ কানেক্টিভিটি। সংস্থার দাবী ফুল চার্জ দিলে এটি ১০০ থেকে ১৫০ কিলোমিটার পথ চলতে সক্ষম।

এতে থাকবে চারটি আলাদা আলাদা মাইক্রোকন্ট্রোলার এবং সেন্সর। যেগুলি একটি স্মার্টফোনের থেকেও বেশি শক্তিশালী প্রসেসিং অফার করবে। এই বিষয়ে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান কার্যনির্বাহী আধিকারিক রোহিত বাদেরা জানিয়েছেন, ‘এই মডেলটি আমাদের সর্বাধিক বিক্রিত স্কুটারের আপগ্রেড ভার্সন। দীর্ঘদিন পরিশ্রম করে এটি তৈরি করা হয়েছে। যারা বেশি রেঞ্জের স্কুটার পছন্দ করেন তাদের কথা মাথায় রেখেই এটি আনা হয়েছে।’

Related Articles