লাইফস্টাইল

ত্বক হবে দুধের মত ফর্সা, রাতের ছোট্ট এই কাজ মুছে দেবে মুখের সব দাগ

শীতকাল মানেই রুক্ষতা ও শুষ্কতার মরশুম। তাইতো ত্বকের নানান সমস্যা দেখা যায় শীতকালে। যে কারণে অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি পরিচর্যা করতে হয় ত্বকের। আর এই ত্বক পরিচর্যার অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো ভিটামিন-ই ক্যাপসুল। এর বিশেষ কয়েকটি গুণ রয়েছে। যেমন- ভিটামিন-ই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সক্ষম। এছাড়া ত্বকে বয়সের ছাপ কমাতে, বলিরেখা কমাতে ভীষণই কাজে আসে ভিটামিন-ই ক্যাপসুল।

আজ আমরা এমন কয়েকটি উপায়ের কথা বলবো যেখানে ভিটামিন-ই ক্যাপসুল ব্যবহার করে আপনি অসাধারণ ফল লাভ করতে পারবেন।

ভিটামিন-ই ও গোলাপজল: ভিটামিন-ই এবং গোলাপজল মিশিয়ে ভালো করে ত্বকে মাসাজ করতে পারেন। আসলে গোলাপজল প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। আর এর সাথে যদি ভিটামিন-ই ক্যাপসুলের তেল মিশিয়ে নেন তাহলে খুবই ভালো কাজ দেয়। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা ও ভিটামিন-ই: ত্বকের পরিচর্যায় অ্যালোভেরা ভীষণই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এর বিশেষ কয়েকটি গুণের জন্য অ্যালোভেরার ব্যবহার হয় বহুমাত্রায়। অ্যালোভেরা জেলের সাথে ২ চামচ গোলাপ জল এবং ভিটামিন-ই ক্যাপসুলের তেল মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। এরপর ১৫ থেকে ২০ মিনিট পর সেটা ধুয়ে ফেলুন।

গ্রিন টি ও ভিটামিন-ই: এক কাপ গ্রিন টি ঠান্ডা করে তার মধ্যে ১ চামচ মধু এবং ভিটামিন-ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিন। যা নিয়মিত ব্যবহার করলে ত্বক ভীষণই সুন্দর হয়ে উঠবে।