লাইফস্টাইল

আর্থিক দুর্দশা কিছুতেই পিছু ছাড়ছে না? কালো সরষে দিয়ে করুন এই ছোট্ট কাজ

কর্ম করলে ফলের আশা তো মানুষ করবেই কিন্তু এমনও তো সময় যায় যেখানে হাজার চেষ্টাও বিফলে যায় তখন নিয়তিকে দোষারোপ করা ছাড়া কিছুই করা হয় না। ভাগ্য খারাপ বলে অনেককেই আক্ষেপ করতে দেখা যায় অনেকে আবার ভাগ্য ফেরাতে দামীনামী রত্ন ধারণ করেন কিন্তু আপনি কি জানেন ঘরের কিছু সহজ ঘরোয়া টোটকা আপনার ভাগ্য ফেরাতে পারে!

খারাপ সময় যেন কিছুতেই কাটছে না, গৃহ লক্ষী যেন কিছুটা মুখ ভার করেছে যদি এমন সমস্যার মধ্যে দিয়ে আপনিও যাচ্ছেন তবে জেনে নিন ঘরোয়া উপায়। বাস্তুশাস্ত্রে বিশ্বাস রাখেন অনেকেই। আর দুর্ভাগ্য এড়ানোর জন্য বেশ কিছু টোটকা দেন বাস্ত বিশেষজ্ঞরা। এমনই কিছু উপদেশ রইল এখানে।

বাস্তু বিশেষজ্ঞরা বলছে আর্থিক দুর্ভাগ্য এড়াতে আপনার সঙ্গী হতে পারে কালো সরষে। এই উপকরণে আপনার আর অর্থনৈতিক সংকটকে দূর করবে। বাস্তু বিশেষজ্ঞদের মধ্যে একটি সাদা কাপড়ের মধ্যে এক মুঠো কালো সরষে নিয়ে যদি বিছানার তলায় রাখতে পারেন তাহলে জীবনে পজেটিভিটি আসে।

যাদের রাতের ঘুমের সমস্যা হয় তারা যদি একই ভাবে ওই সরষে বালিশের তলায় রাখেন তাহলে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন ও ঘুমের সমস্যা কমবে। যদি নজর দোষ কাটাতে চান তাহলে সাদা কাপড়ের মধ্যে কালো সরষে বেঁধে যার নজর দোষ কাটাতে চাইছেন তার চারিদিকে সাতবার ঘুরিয়ে এটিকে পুড়িয়ে ফেলতে পারেন।

যদি দীর্ঘদিন মানুষ অসুস্থ থাকে তাহলে তার বিছানার বালিশের তলায় একইভাবে সাদা কাপড়ে মোড়া ওই সরষে রেখে দিন। রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা এতে অনেকটাই বেড়ে যায়। এই সরষে কাজেরও সাফল্য আনে এমনটাই ধারণা বাস্তুবিদদের। সাদা কাপড়ে মোড়া সরষে যদি কোন টাকা পয়সা জায়গায় রেখে দিতে পারেন তাহলে অর্থনৈতিক সমস্যা কাটিয়ে তোলে।

বিশ্বাসের সাথে এই কাজগুলি করলে নেতিবাচক বা অশুভ শক্তির প্রভাব কমিয়ে জীবনের উন্নতির পথ করতে সাহায‍্য করবে এটি।