পোশাক অতীত, এবার ব্যান্ডেজ দিয়ে গোপনাঙ্গ ঢাকলেন ‘বেশরম’ উরফি!

Advertisement

সম্প্রতি এবার ব্যান্ডেজ জড়ানো অবস্থায় দেখা গেল উরফি জাভেদকে! কি অবাক হচ্ছেন তো? ভাবছেন তার আবার কী হলো যে ব্যান্ডেজ জড়াতে হয়েছে তাকে? না না কোনো শারীরিক কারণ নয় বরং ব্যান্ডেজ দিয়ে পোশাক তৈরি করেছেন তিনি। শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। আসলে উরফি মানেই অদ্ভুত রকমের পোশাক।

Advertisements

তাকে সাধারণত এরকম সব পোশাক পরে দেখা যায় যা মানুষ কল্পনাও করতে পারেন না। অথচ তিনি সেইসব পোশাক পড়ে সাবলীলভাবে পোজ দেন ক্যামেরার সামনে। সেরকমই এবার একটি রিল ভিডিওতে দেখা গিয়েছে তাকে। ভিডিওর শুরুতে দেখা যায় একটি সাধারণ পোশাক পরে হাতে ব্যান্ডেজ জড়াচ্ছেন তিনি। তবে নিমেষেই সব কিছু পরিবর্তন হয়ে যায়।

Advertisements

ব্যান্ডেজ দিয়ে তৈরি পোশাক পরিহিত অবস্থায় দেখা যায় তাকে। পাশাপাশি ঠোঁটের বোল্ড লিপস্টিক তাকে অন্যরকম করে তুলেছিল। এই ভিডিওটি পোস্ট করতেই রীতিমতো হেসে লুটোপুটি খাচ্ছেন সকলে। কেউ কেউ লিখেছেন, ‘চালিয়ে যান’। আবার কারো কারো মতে, ‘এবার ডাক্তাররা কী করবেন?’ সবমিলিয়ে তিনি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখযোগ্য, উরফি জানিয়েছেন তিনি ছোট থেকেই রক্ষণশীল পরিবারে বড়ো হয়েছেন। তাই নিজের পছন্দমতো পোশাক পরার অনুমতি ছিল না। তবে এখন তিনি নিজের ইচ্ছেমতো পোশাক পরবেন, কারো কথা শুনবেন না। তাইতো বিভিন্ন জিনিসপত্র দিয়ে নিজেই পোশাক তৈরি করে ফেলেন। আর সেসব পরে পোজ দেন ক্যামেরার সামনে।

Related Articles