হারানো স্মৃতি ফিরে পেয়ে নিজের উচ্ছেবাবুকে চিনতে পারবে মিঠাই? প্রমো দেখে উচ্ছ্বাসিত ভক্তরা
খুব শীঘ্রই হয়তো ফিরতে চলেছে মিঠাইয়ের স্মৃতি! এমনটাই আশা করা যাচ্ছে ধারাবাহিকের পর্বগুলি দেখে। টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘মিঠাই’। খুব কম সময়ের মধ্যে ধারাবাহিকটিকে আপন করে নিয়েছিলেন দর্শকেরা। যদিও ধারাবাহিকে একাধিক নতুন নতুন মোড় এসেছে। তবে মিঠাইয়ের জন্য ভালোবাসা কমেনি কারোরই।
সম্প্রতি সেটাই বোঝা গেলো এক অনুরাগীর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে। যিনি ধারাবাহিকের লেখিকাকে আকুল আবেদন করেছেন মিঠাইয়ের স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য। ধারাবাহিকের মূল কাহিনীতে দেখানো হয়েছে মিঠাইয়ের স্মৃতিশক্তি হারিয়েছে। তাই সে কাউকেই এমনকি নিজের ছেলের শাক্যকেউ চিনতে পারছে না। বর্তমানে সে শুধুই মিষ্টির মা।
যদিও বাড়ির সকলে আপ্রাণ চেষ্টা করছে তার স্মৃতি ফেরানোর জন্য। অন্যদিকে খুব শীঘ্রই সেখানে দোল উপলক্ষ্যে একটি বিশেষ পর্ব আসতে চলেছে। মনে করা হচ্ছে তখনই হয়তো মিঠাইয়ের স্মৃতি ফিরে আসবে। এদিকে আবার মিঠাইয়ের স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য এক অনুরাগী লেখিকা রাখী ম্যাডামকে অনুরোধ জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি এই বিষয়ে লিখেছেন, ‘এতো যন্ত্রণার মধ্যে দিয়ে সিদ্ধার্থ এবং মিঠাইয়ের দুটো বাচ্চা ভেসে চলেছে। সেই দুঃখের স্রোতে ভেসে চলেছি আমরাও। আর কতদিন ওরা কষ্ট পাবে? এটা অবশ্য গোপাল জানেন আর জানেন রাখী ম্যাডাম। এটা কোনো ধারাবাহিক নয় আমাদের বাস্তব জীবনের সাথে মিশে গেছে। তাই ম্যাডামকে একটাই অনুরোধ আমাদের মিঠাইরানীকে ফিরিয়ে দিন।’