Mithai: ‘কলকাতার রসগোল্লা’, দুর্দান্ত নাচে গানে মঞ্চ কাঁপালেন ‘মিঠাই’ সৌমিতৃষা, প্রশংসায় ভক্তরা

Advertisement

অভিনয় নয়, মিঠাইয়ের কন্ঠের জাদুতে মুগ্ধ হলেন মিঠাই ভক্তরা, ভাইরাল ভিডিও। বাংলা সিরিয়াল জগতের এক জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। যাঁকে বর্তমানে ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে মিঠাই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। সকল দর্শকের প্রিয় মানুষ মিঠাই ওরফে সৌমিতৃষা। তাঁর অভিনয় প্রথম থেকেই দর্শকদের মধ্যে প্রভাব ফেলেছে। তবে এবার তাঁর গানের জাদুতে মুগ্ধ হলেন অভিনেত্রীর ভক্তমহল। গান শুনে আপ্লুত সকলে। খুব কম বয়সেই গ্ল্যামার জগতে আসেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। “এ আমার গুরুদক্ষিণা” (A Amar Guru Dakshina) ধারাবাহিকেরর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সৌমিতৃষা।

Advertisements

এছাড়াও ‘কনে বউ’ (Kone Bou), ‘গোপাল ভাঁড়’ (Gopal Bhar), ‘জয় কালী কলকাতাওয়ালি’ (Jai Kali Kolkata Wali) প্রভৃতি শোতেও দেখা গেছে সৌমিতৃষাকে। তবে বর্তমান সময়ে তিনি মিঠাই ধারাবাহিকের সূত্র ধরেই খবর শিরোনামে উঠে আসেন।অভিনয় জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভালোই যোগাযোগ রয়েছে অভিনেত্রী সৌমিতৃষা (Soumitrisha)-র। তাঁর ফ্যান ফলোইং রয়েছে বেশ ভালই। মাঝেমধ্যেই জীবনের নানান মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সাথে। সম্প্রতি সেরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisements

 

Mithai: শীঘ্রই শেষ হতে চলেছে মিঠাই? সত্যি নাকি গুজব খোলসা করলেন স্বয়ং পরিচালক

মূলত অভিনেত্রীর ফ্যান পেজ থেকে এই  ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় একটি মাচা শোয়ের অনুষ্ঠানে হাজির হয়েছেন মিঠাই। প্রসঙ্গত, রূপোলি পর্দার তারকাদের অতিথি হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়। আর সেখানে গিয়ে দর্শকদের মন জয় করার জন্য তাদেরকে নাচ, গান বা অভিনয় করতে হয়। সেরকমই এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মিঠাই ওরফে সৌমিতৃষা (Soumitrisha)। আর সেখানেই তিনি মিঠাই লুকে অভিনয় নয় বরং গানের জাদুতে মন জয় করে নিলেন দর্শকদের।

এই অনুষ্ঠানে অভিনেত্রীকে আকাশী রঙের সিল্ক শাড়ি, লম্বা করে বিনুনি করা চুল, মাথা ভর্তি সিঁদুর, হাতে শাঁখা-পলা সাথে মানানসই মেকআপে মিঠাই লূকে দেখা গিয়েছে। এদিন “কলকাতার রসগোল্লা” (Kolkatar Rasogolla) গানে মঞ্চ মাতাতে দেখা গেছে মিঠাইকে। যা দেখে ভিডিওর কমেন্ট বক্সে উঠে এসেছে মিঠাইয়ের প্রশংসা। কেউ লিখেছেন, তিনি রসগোল্লার মতই মিষ্টি। আবার কেউ লিখেছেন, তিনি দেখতে যেমন মিষ্টি, তেমনই মিষ্টতা রয়েছে তাঁর গলায়। ইতিমধ্যে ভিডিওটি দেখে ফেলেছেন লক্ষ লক্ষ মানুষ। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিও।

Related Articles