মহানায়ক ‘উত্তম কুমারে’র নাম ডোবাচ্ছে আদুরে নাতি গৌরব!

সম্প্রতি এবার পোশাকের কারণে তুমুল কটাক্ষের সম্মুখীন হলেন টলিউড অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়! সোশ্যাল মিডিয়া এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে প্রশংসার পাশাপাশি কটাক্ষ সহ্য করতে হয় সকলকে। বাদ যান না তারকারাও, যার ঝলক আমরা বারবার দেখেছি। সম্প্রতি এবার সেই তালিকাতেই নাম লেখালেন গৌরব।
এতোদিন পর্যন্ত সামলালোচনা থেকে দূরে থাকতেন তিনি। বিশেষ করে তার স্ত্রী দেবলীনাকেই বেশিরভাগ কটাক্ষের সম্মুখীন হতে হতো। তবে এবার একটি পোশাকের কারণে সমালোচনায় উঠে এসেছেন এই অভিনেতা। আসলে সম্প্রতি ‘ঘরে ফেরার গান’ সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন তিনি। সেখানে তিনি এমন একটি পোশাক পরেছিলেন যা মোটেই পছন্দ হয়নি নেটিজেনদের।
এদিন তাকে দেখা যায় একটি সাদা ও কালো শার্ট পরে রয়েছেন। সঙ্গে রয়েছে রিপড স্ট্রেইট ডেনিম। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। তার এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই একজন লিখেছেন, ‘আরে এটা তো মেয়েদের জিন্স।’ আবার কারো মতে তিনি স্ত্রী দেবলীনার প্যান্ট পরে এসেছেন। শুধু তাই নয় ‘রণবীর পার্ট ২’ বলেও কটাক্ষ করেছেন অনেকে।
যদিও কোনো কিছুর উত্তর না দিয়ে কমেন্টবক্স বন্ধ করে দিয়েছেন এই অভিনেতা। উল্লেখযোগ্য, অরিত্র সেনের প্রথম সিনেমা ‘ঘরে ফেরার গান’এ মুখ্য ভূমিকায় রয়েছেন গৌরব। সাথে দেখা যাবে ইশা সাহা, পরমব্রত চট্টোপাধ্যায়কেও। মূলত সম্পর্কের টানাপোড়েন ও পরকীয়ার মিশ্রণে এই সিনেমাটি তৈরি হয়েছে। যা মুক্তি পেয়েছে গত ১৭ই মার্চ।