মেয়ে জাহ্নবীর বেডরুম সিক্রেট ফাঁস করলেন বনি কাপুর!
জাহ্নবী কাপুর, এই মুহূর্তে বলিউডের জনপ্রিয় স্টারকিড তিনি। যদিও সেলেব কন্যা হলেও অভিনয় জগতে নিজের পরিচিতিও করে নিয়েছে এর মধ্যেই। পর্দাহ হোক বা পর্দার বাইরে তাকে দেখার জন্য অপেক্ষা করে থাকেন বহু অনুরাগী। তার স্টাইল, পোশাক, ফ্যাশন, কথাবার্তা সবটাই পারফেক্ট আর গোছানো। তাই অভিনয় ছাড়াও তার ব্যক্তিসত্তা নজর কাড়ে সকলের। এককথায় শ্রীদেবী কন্যাকে দেখলেই মনে হয় শান্ত চরিত্রের এক মেয়ে।
কিন্তু এবার এই জাহ্নবী কাপুরেরই ফাঁস হলো বেডরুম সিক্রেট যা শুনলে মোটেও শান্ত মেয়ে মনে হবে না। কিছু মাস আগেই “দা কাপিল শর্মা শোতে” নিজেদের ছবি ‘মিলি’-র প্রচারে এসেছিলেন বনি কাপুর ও জাহ্নবী কাপুর। যেখানেই তার বাবা বনি কাপুর ফাঁস করে দিলেন তার মেয়ের বেডরুম সিক্রেট। খুব স্বাভাবিকভাবেই সকলের সামনে অপ্রস্তুত অবস্থায় পড়ে গেলেন অভিনেত্রী নিজেও।
এদিন ছবি প্রচারের পাশাপাশি আড্ডাতেও মেতে উঠেছিলেন বনি কাপুর ও জান্হবী কাপুর। দর্শকমহলের প্রশ্ন, তাকে ঘিরে উত্তেজনা, কপিলের মজাতো ছিলই। কিন্তু তার মাঝে কথায় কথায় মেয়ের রহস্যও ফাঁস হলো। তার বাবা জানান আদপে তার কন্যা প্রচন্ড অগোছালো একটি মানুষ। তার ঘরের সমস্ত জিনিস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে এমনকি দাঁত ব্রাশ করার টুথপেস্ট এর ছিপিও আটকান না জাহ্নবী।
এমনকি বনি কাপুরকে এমনও বলতে শোনা যায় যে তিনি ভাগ্যবান কারণ জাহ্নবী অন্তত বাথরুমের ফ্ল্যাশটা নিজে করেন। আর এর পরেই হাসিতে ফেটে পড়ে উপস্থিত সকলে। জাহ্নবীও পরে যান অপ্রস্তুতে। তবে বাবা মেয়ের এমন খুনসুটির সম্পর্ক দেখে তাদের ভালোবাসায় ভরিয়ে দেন সকলে।