বিনোদনভাইরাল ভিডিও

অস্কার জয়ী ‘নাটু নাটু’ গানে দুর্দান্ত নাচ ভারতী পুত্র ছোট্ট গোলের, প্রশংসায় মুখর ফ্যানেরা

প্রায় ১৪ বছর বাদে ভারতে ফিরেছে অস্কার। রাজমৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’-এ সেরা মৌলিক গান হিসেবে ‘নাটু নাটু’ ছিনিয়ে নিয়েছে আকাদেমি পুরস্কার। ৯৫তম অস্কার অনুষ্ঠানে ভারতের ঝুলিতে দু’টি অস্কার দেশকে আরও একবার গর্বিত করল। তবে এই আনন্দ দেশের সকলের। পর্দার সকল তারকা থেকে দেশের প্রতিটি সাধারণ মানুষের কাছে এ এক গর্বের মুহূর্ত।

অস্কার পাওয়া সেরার সেরা গানে এবার কোমর দোলালো কমেডিয়ান ভারতী সিংয়ের (Bharti Singh) পুত্র গোলে। রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন রামচরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (Jr. NTR)। যদি ‘নাটু নাটু’ গানটি এর আগে গোল্ডেন গ্লোব, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছিল। গানটি দেশের সকল মানুষের প্রশংসা পেয়েছে।

এছাড়া বিদেশের মানুষের কাছে বেশ প্রশংসা পেয়েছে গানটি। গানটি অস্কার পাওয়ার পর থেকে জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। এবার এই গানে নাচ করল ছোট্ট গোলে। কিছুদিনের মধ্যেই ভারতী পুত্রের বয়স হতে চলেছে এক বছর। কিন্তু বয়স কম হলেও জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে খুদে গোলে।

ভারতী তার পুত্রের সঙ্গে একাধিক ছবি ও ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন। এবার অস্কারপ্রাপ্ত ‘নাটু নাটু’-র তালেও নাচ করল সে। ভিডিওতে দেখা যাচ্ছে পিছন থেকে গোলেকে ধরে রেখেছে তার বাড়ির পরিচারিকা। মনের আনন্দে গানের তালে নাচ করে চলেছে ছোট্ট গোলে। এই ভিডিও নেট দুনিয়ায় পোস্ট করতেই হয়ে গিয়েছে ভাইরাল।