Ankush-Oindrila: ‘উইল ইউ ম্যারি মি?’ হাঁটু গেড়ে বসে ঐন্দ্রিলাকে বিয়ের প্রস্তাব অঙ্কুশের, জানালেন বিয়ের তারিখ!

Advertisement

Ankush-Oindrila: অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান, অঙ্কুশ হাজরা জানিয়ে দিলেন কবে তিনি ঐন্দ্রিলা সেনকে বিয়ে করতে চলেছেন! এই দু’জনের বিয়ে নিয়ে কৌতূহলের শেষ ছিল না দর্শকদের। এমনকি টলিউডের অন্যান্য তারকারাও তাদের এই প্রশ্নই করতেন। তারই এবার উত্তর দিলেন ‘ড্যান্স বাংলা ড্যান্স’এর মঞ্চ থেকে। নতুন বছরের শুরুতেই মুক্তি পেয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’।

Advertisements

প্রচারে কোন ফাঁকই রাখেননি তারা। তবে প্রত্যেকবার প্রচারে গিয়ে তাদের একটি প্রশ্নেরই সম্মুখীন হতে হয়েছে, যে বাস্তব জীবনের বিয়েটা কবে করছেন তারা? আর এবার সিনেমার প্রমোশনে তারা হাজির হয়েছিলেন জি বাংলা ‘ড্যান্স বাংলা ড্যান্স’এর মঞ্চে। যেখানে সঞ্চালনার ভূমিকায় রয়েছেন অঙ্কুশ। আর সেখানে উপস্থিত হয়েছিলেন ঐন্দ্রিলা।

Advertisements

 

Ankush Hazra: ঐন্দ্রিলা আউট, পূজা ইন! ‘লাভ ম্যারেজে’র কথার মাঝেই ফাঁস হল অঙ্কুশের গোপন পরকীয়াhttps://www.sangbadsafar.com/entertrainment/ankush-and-oindrila-funny-viral-video/?preview_id=51666&preview_nonce=3868f174ca&_thumbnail_id=51678&preview=true

চ্যানেলের তরফ থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে অঙ্কুশ বলছেন, ‘আমি জি বাংলাকে আমার পরিবারের মতোই মনে করি। তাই এই মঞ্চ থেকে বলছি আমাদের আসল বিয়েটা এই বছরই হবে।’ এরপরেই হাঁটু গেড়ে ঐন্দ্রিলার সামনে বসে পড়েন তিনি। তার হাত ধরে বলেন, ‘তুমি কি আমায় বিয়ে করবে?’ এরপর খুনসুটিতে মেতে ওঠেন অভিনেত্রী।

অন্যদের জিজ্ঞেস করেন, ‘হ্যাঁ বলবো কিনা?’ দেরী না করে হ্যাঁ বলে দেন তিনি। আর শেষে একে অপরকে জড়িয়ে ধরেন তারা। যা দেখার পর বেজায় খুশি হয়েছেন অনুরাগীরা। অন্যদিকে একাধিক সাক্ষাৎকারে অঙ্কুশ বলেছেন চলতি বছরই বিয়েটা করতে চলেছেন তিনি। সামাজিকভাবে না হলেও চলতি বছর আইনি এবং পরের বছর ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি।

Related Articles