Uncategorized

১০৮ MP ক্যামেরা সহ বাজার কাঁপাতে লঞ্চ হল Poco X5 Pro 5G, দাম একেবারে সাধ্যের মধ্যেই!

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। কারণ, সোমবার ভারতে লঞ্চ হয়েছে ‘Poco X5 Pro 5G’ স্মার্টফোনটি। স্মার্টফোন নির্মাণকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো ‘Poco’। ইতিমধ্যে তারা নানান ফিচারের স্মার্টফোন নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। আর ভারতে 5G পরিষেবা লঞ্চ হওয়ার পর সকলেই অপেক্ষা করছিলেন কবে এই সংস্থা তাদের 5G স্মার্টফোন লঞ্চ করে। তারই সম্প্রতি অবসান ঘটেছে।

ফিচার্স-

কালার অপশন: অ্যাস্ট্রাল ব্ল্যাক, হরাইজেন ব্লু ও পোকো ইয়েলো।

1. Poco X5 Pro 5G-তে 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে। যাতে 120 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।

2. 240 Hz টাচ স্যামপ্লিং রেট ও HDR 10+ সাপোর্ট।

3. Snapdragon 778G চিপসেট। Android 12 অপারেটিং সিস্টেম।

4. 8 GB LPDDR4x RAM ও 256 GB UFS 2.2 স্টোরেজ।

5. ক্যামেরায় রয়েছে 108 MP ISOCELL HM2 মেইন সেন্সর থাকছে। 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা। পিছনের ক্যামেরায় 4K 30 fps ভিডিয়ো রেকর্ডিংয়ের সুবিধা। 16 MP ফ্রন্ট ক্যামেরা। সেলফি ক্যামেরায় আবার FHD 120 fps ভিডিয়ো রেকর্ড করা যাবে।

6. 5,000 mAh ব্যাটারী। সঙ্গে 67 W ফাস্ট চার্জিং সাপোর্ট।

জানা গিয়েছে, আগামী 3 বছর এই ফোনে অ্যান্ড্রয়েড আপডেট পাঠানো হবে।

দাম: এই ফোনের দাম শুরু হচ্ছে 22,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকবে 6 GB RAM + 128 GB স্টোরেজ। এছাড়াও 8 GB RAM + 256 GB স্টোরেজযুক্ত মডেলের দাম 24,999 টাকা।

Flipkart থেকে এই ফোন কেনা যাবে। এছাড়া ICICI Bank গ্রাহকেরা লঞ্চ অফারে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।