বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে ইলেকট্রিক গাড়ির। একদিকে সকলেই বর্তমানের পরিবেশ নিয়ে সচেতন হয়ে উঠছেন অপরদিকে পেট্রোল ডিজেলের দাম বাড়ায়, চাহিদা বাড়ছে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়িগুলির। তবে ভারতের বাজারে যদি জনপ্রিয় ইলেকট্রিক গাড়ির কথা বলা হয় তাহলে প্রথমেই নাম আসে টাটার। এই কোম্পানি মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই লঞ্চ করেছে তাদের ইলেকট্রিক গাড়ি।
এই সংস্থার Tata Tigor EV এই মুহূর্তে গ্রাহকদের মধ্যে আলোড়ন তৈরি করে দিয়েছে। বিক্রি নিরিখে দেশের সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি হয়ে উঠেছে। গত বছর সেপ্টেম্বর মাসের লঞ্চ হওয়া এই গাড়ির অক্টোবর থেকেই শুরু হয় প্রি বুকিং আর এখনো পর্যন্ত কুড়ি হাজারেরও বেশি ছাড়িয়ে গেছে গাড়ির প্রি বুকিং।
সম্প্রতি এই কোম্পানির তরফে আরো বড় খবর, কারণ এবার একসাথে ১৩৩ টি শহরে Tata Tigor EV এর ডেলিভারি শুরু করেছে Tata Motors. 2000 টি Tigor EV এর প্রথম ব্যাচ ডেলিভারি করা হয়ে গেছে। জানা গেছে গাড়ির দাম রয়েছে ৮.৪৯ লক্ষ টাকা থেকে ১১ লক্ষ ৭৯ হাজার। যদিও ভারতেই গাড়ির দাম রাখা হয়েছে ৮.৪৯ লক্ষ টাকা।প্রসঙ্গত গাড়িটির মোট সাতটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে ভারতে।
সঙ্গে দেওয়া হয়েছে দুটি ব্যাটারি অপশন। মডেল 24 kWh এর ব্যাটারি ভেরিয়েন্টের সাথে থাকছে ৩১৫ কিমি দুর্দান্ত রেঞ্জ। অন্য অপশনটি 19.2 kWh এর সঙ্গে 250Km range. এছাড়াও জানা গেছে গাড়িটি মাত্র ৬.২ সেকেন্ড/ ৫.৭ সেকেন্ডে 0 থেকে 100 km স্পিডে পৌঁছাতে পারবে।