বাইকপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি বাইক নির্মাণকারী সংস্থা হলো ‘রয়্যাল এনফিল্ড’। গত বছর থেকে ভারতের রাস্তায় একাধিকবার ট্রায়াল রান করতে দেখা গিয়েছে তাদের নতুন বাইক ‘Royal Enfield Himalayan 450’ এর। সম্প্রতি এবার এই বাইকের বেশ কিছু বৈশিষ্ট্য সামনে এসেছে। ফাঁস হয়েছে বাইকটির বেশ কিছু ছবি। যেখান থেকে তার ফিচার সম্পর্কে আন্দাজ করা গিয়েছে।
এতে থাকছে একটি বড় গোল এলসিডি সিঙ্গেল পড ইন্সট্রুমেন্ট কনসোল। এতে এলসিডি ডিসপ্লে-সহ অ্যানালগ স্পিডো, ছোট অ্যানালগ ট্যাকোমিটার, ফুয়েল মিটার, ডিজিটাল কম্পাস এবং সার্কুলার ট্রিপার নেভিগেশন স্ক্রিন থাকবে। এছাড়া রাইডারের দিকে একটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে।
এতে একটি ৪৫০ সিসি ইঞ্জিন দেওয়া হতে পারে। যা থেকে সর্বোচ্চ ৩০ বিএইচপি শক্তি এবং ৪০ এনএম টর্ক উৎপন্ন হবে।
এতে থাকছে Showa-র ইউএসডি ফ্রন্ট ফর্ক সাসপেনশন এবং পেছনে মোনোশক ইউনিট। ট্রান্সমিশনের দায়িত্ব সামলাবে একটি ৬-স্পিড গিয়ারবক্স।
সামনে ও পেছনের চাকায় থাকছে ডুয়েল চ্যানেল এবিএস-সহ ডিস্ক ব্রেক। একইসাথে এর সামনে ২১ ইঞ্চি এবং পেছনে ১৭ ইঞ্চি হুইল দেওয়া হতে পারে।
বাইকটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ২,১৯০ মিমি, ৮৪০ মিমি এবং ১,৩৬০ মিমি।
যদিও এটি কবে লঞ্চ হবে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে চলতি বছরে শেষদিকে সেটি বাজারে লঞ্চ হতে পারে।
দাম: এই বাইকের দাম ২.৮ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে।