দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে রিয়েলমি লঞ্চ করতে চলেছে তাদের লেটেস্ট ফ্লাগশিপ Realme GT Neo5। স্মার্টফোনটি লঞ্চের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সকলে। অবশেষে এলো সেই মুহূর্ত, আর কিছুদিনের মধ্যেই ভারতে লঞ্চ করা হবে এই ফোনটি। চলুন তবে আর দেরি না করে জেনে নেওয়া যাক কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির বিষয়ে কি কি তথ্য সামনে আনা হলো।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়ায় এই হ্যান্ডসেটটিকে সামনে এনেছে রিয়েলমি। যদিও এখনো কোম্পানি তরফ থেকে সঠিক তারিখ জানানো হয়নি, তবুও অনুমান করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে লঞ্চ করা হবে ফোনটি। তবে অনেকেই অনুমান করছেন আগামী ৮ই ফেব্রুয়ারি ভারতীয় মার্কেটে লঞ্চ হতে পারে ফোনটি। এই ফোনটির চার্জিং এর বিষয়ে বিশেষভাবে নজর দিয়েছে রিয়েলমি।
কি কি ফিচার্স থাকবে ফোনটিতে, চলুন তা এক নজরে জেনে নেওয়া যাক। জানা গেছে এই ফোনটিতে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হবে। সুতরাং এটি বিশ্বের সর্বপ্রথম ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট স্মার্ট ফোন হিসেবে লঞ্চ হতে চলেছে। মাত্র ১০ মিনিটেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। এটি দুটি ব্যাটারি ভেরিয়ান্টে লঞ্চ করা হবে। যার একটিতে থাকবে ৪৬০০ mAh ব্যাটারি, যা ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং অপর ভেরিয়েন্টিতে থাকবে ৫০০০mAh ব্যাটারি যা ১৫০ ওয়াট সাপোর্ট করবে।
এছাড়া এই ফোনটিতে থাকবে 6.7 ইঞ্চির ওলেড ডিসপ্লে। সঙ্গে থাকবে ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ১৬ জিবি এলপিডিডিআর৫ RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ। এর সাথে ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। প্রাইমারি ক্যামেরায় থাকছে অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন সহ Sony IMX890। তবে এই সমস্ত তথ্যগুলি কোম্পানির অফিসিয়াল পোস্টার থেকে প্রাপ্ত নয়। এগুলি সবই বিভিন্ন সার্টিফিকেশন সাইট এবং একাধিক রিপোর্ট থেকে অনলাইনে ফাঁস হয়েছে।