টেক নিউজনিউজ

চোখের নিমিষে পুরো ফুল চার্জ, বাজার কাঁপাতে ঝাঁ-চকচকে স্মার্টফোন নিয়ে হাজির Realme

সম্প্রতি এবার ‘Realme’ সংস্থার তরফ থেকে এমন একটি স্মার্টফোন আনা হয়েছে যেটি মাত্র 10 মিনিটেই ফুল চার্জ হয়ে যায়। অর্থাৎ এই কর্মব্যস্ততার সময় ব্যবহারকারীদের জন্য দারুণ একটি ফিচার এনেছে এই সংস্থা। বর্তমান সময়ে বিভিন্ন স্মার্টফোন নির্মাণকারী সংস্থাগুলির মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। কে কত বেশি ভালো ফিচারের স্মার্টফোন আনতে পারে সেই নিয়ে চলছে প্রতিযোগিতা।

আর এই তালিকায় প্রথম দিকেই রয়েছে চীনা সংস্থা ‘Realme’। ইতিমধ্যেই তারা গ্রাহকদের জন্য দুর্দান্ত ফিচারের সব স্মার্টফোন এনেছে। সম্প্রতি তারা চীনে লঞ্চ করেছে ‘GT Neo 5’। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে মাত্র 10 মিনিটেই 100 শতাংশ চার্জ হয়ে যাবে এই ফোনটি। আসুন তাহলে ফোনটির আরো কিছু ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

1. 2772 x 1240 pixel রেজোলিউশন, 144Hz refresh rate এবং 2160Hz PWM dimming যুক্ত 6.74 ইঞ্চির OLED display।

2. last gen Qualcomm Snapdragon 8 Gen 1 SoC প্রসেসর। থাকছে 12GB অথবা 16GB LPDDR5X RAM এবং 256GB অথবা 1TB UFS 3.1 internal storage।

3. 50 মেগাপিক্সেল Sony IMX890 sensor, 8 megapixel ultra wide angle lens আর 2 মেগাপিক্সেল macro সেন্সর। সঙ্গে 16 MP সেলফি ক্যামেরা।

4. বেস ভেরিয়েন্টে 5000mAh ক্যাপাসিটির ব্যাটারির সঙ্গে থাকছে 150W ফাস্ট চার্জিংয়ের সুবিধা। টপ মডেলটিতে থাকছে 4600mAh ব্যাটারী ও 240W ফাস্ট চার্জিং সাপোর্ট।

দাম: 150W ফাস্ট চার্জিং যুক্ত 8GB + 256GB মডেলটির দাম ভারতীয় মূল্যে 31,000 টাকার কাছাকাছি। 12GB + 256GB মডেলটির দাম থাকবে 33,000 ও 16GB + 256GB মডেলটির দাম হবে 36,000 টাকার কাছে।

240W ফাস্ট চার্জিং যুক্ত মডেলের ক্ষেত্রেও রয়েছে দুটি অপশন। 16GB + 256GB মডেলটি পাবেন 39,000 টাকার কাছাকাছি এবং 16GB + 1TB মডেলটির দাম হতে চলেছে 43,000 টাকা।