5 টাকার রিচার্জ প্ল্যান! কি শুনে অবাক হচ্ছেন যেখানে কয়েকশো নীচে বর্তমানে কোন টেলিকম সংস্থার কোন রিচার্জ প্লান নেই সেখানে এতো কমে কিসের রিচার্জ! হ্যাঁ সম্প্রতি ৫ টাকার রিচার্জ প্ল্যানই এনেছে জিও। বরাবর সস্তার প্ল্যান এনে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে পিছনে ফেলে এগিয়ে গেছে মুকেশ আম্বানির সংস্থা জিও। গ্রাহকদের কথা ভেবে বহুবার কম দামে রিচার্জ প্ল্যান এনে তাক লাগিয়েছে।
তেমনি সম্প্রতি আরো এক সস্তার প্ল্যান নিয়ে হাজির হয়েছে জিও। 395 টাকার এই প্ল্যানটিতে আপনি পেয়ে যাবেন প্রায় তিন মাস অর্থাৎ 84 দিনের ভ্যালিডিটি। ৩৯৫ টাকা একবারে দিতে হলেও এটি আসলে খুব সস্তা কারণ প্রতিদিন মাত্র 5 টাকা করে দিতে হচ্ছে আপনাকে। শুধু তাই নয় এর সাথে থাকবে বিপুল পরিমাণ ডেটা, আনলিমিটেড কলিং ও আরো একাধিক আকর্ষণীয় অফার। এই রিচার্জটি করলে গ্রাহকরা পেয়ে যাবেন ৬ জিবি ডাটা।
তবে ডেটা কোটা শেষ হলেও ইন্টারনেট ব্যবহার করা যাবে। সেই সময় ৬৪ কেবিপিএস স্পিডে চলবে ইন্টারনেট। অন্যান্য প্ল্যান গুলোর মত থাকছে এতেও আনলিমিটেড কলিং এর সুবিধা সাথে এক হাজার ফ্রি মেসেজ। যাদের প্রতিদিন ২ জিবি করে ডেটার প্রয়োজন হয় না বা কলিংয়ের প্রয়োজনীয়তা বেশি বা সেকেন্ডারি সিম হিসাবে রাখতে চান। তাদের জন্য আদর্শ এই প্ল্যান।এছাড়াও বিভিন্ন ওটিটি প্লাটফর্মের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে এই রিচার্জ করলে।
যেমন জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড এর মত একাধিক সার্ভিস পাওয়া যাবে। তবে হ্যাঁ এই রিচার্জ কিন্তু দোকানে গিয়ে করানো যাবে না। এই রিচার্জ প্ল্যানটি “অ্যাপ এক্সক্লুসিভ”। অর্থাৎ নিজের ফোনে “মাই জিও” অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে হবে। প্রসঙ্গত এটি jio value plan এর অন্তর্গত।