গত বছরের অক্টোবরেই ফাইভ জি পরিষেবা চালু করেছিল রিলায়েন্স জিও। পূর্বে রিলায়েন্স জিও দাবি করেছিল ২০২৩ সালে ডিসেম্বর মাসের মধ্যে দেশের বেশিরভাগ শহরে ফাইভ-জি সার্ভিস চালু করা হবে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের শুধু কলকাতায় আর শিলিগুড়িতেই 5G পরিষেবা ব্যবহার করতে পারছিলেন গ্রাহকরা। তবে নতুন বছর দারুণ খবর। দেশের গ্রাহকদের সুখবর দিয়ে আরো ৫০ টি শহরে একসাথে শুরু হল jio 5G সার্ভিস।
এরমধ্যে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের আরও দুটি শহর। কেবল কলকাতা আর শিলিগুড়ির গ্রাহকরা নয় আসানসোল ও দুর্গাপুরেও এবার ব্যবহার করা যাবে জিও 5G পরিষেবা। ফলে সারাদেশে মোট ১৮৪ টি শহরে পৌঁছে গেছে jio true 5G. কোম্পানির তরফে ইতিমধ্যে একটি বিবৃতি পেশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে কোন অতিরিক্ত খরচ ছাড়া 1Gbps স্পিডে 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবে গ্রাহকরা। এছাড়াও বর্তমানে আসানসোল দুর্গাপুর সহ মোট ৫০ টি শহরের জিও গ্রাহকদের বিনামূল্যে 5G ব্যবহারের সুযোগ দেবে। সাপোর্টেড ডিভাইস থাকলে ওয়েলকাম অফারে যুক্ত হতে পারবেন গ্রাহকরা।
দেখে নিন দেশের কোন কোন শহরে শুরু হলো
jio true 5G-
চিত্তুর, কাদাপা, নরসারাওপেট, ওঙ্গোল, রাজামহেন্দ্রভারম, শ্রীকাকুলাম, ভিজিয়ানগরম, অন্ধপ্রদেশ
নগাঁও- অসম বিলাসপুর, কোরবা, রাজনন্দগাঁও-ছত্রিশগড়
পানাজি- গোয়া আম্বালা, বাহাদুরগড়, হিসার, কারনাল,পানিপথ, রোহতক, সিরসা
সোনিপত- হরিয়ানা
ধানবাদ- ঝাড়খন্ড বাগলকোট, চিক্কামগালুরু, হাসান, মান্ডা,
তুমাকুরু- কর্ণাটক
আল্লাপ্পুঝা- কেরালা
কোলহাপুর- মহারাষ্ট্র, নান্দেডওয়াঘালা,
সাংলি- মহারাষ্ট্র বারিপাদা, বালাসোর, ভদ্রক,পুরী, ঝাড়সুগুদা,
সম্বলপুর- ওড়িশা পুদুচেরি
অমৃতসর- পাঞ্জাব বিকানের রাজস্থান
কোটা- রাজস্থান ধর্মপুরী, ইরোড,
থুথুকুডি- তামিলনাড়ু
নালগোন্ডা- তেলেঙ্গানা মোরাদাবাদ, সাহারানপুর, ঝাঁসি, আলিগড়-উত্তর প্রদেশ আসানসোল,
দুর্গাপুর- পশ্চিমবঙ্গ