দুর্দান্ত লুক আকর্ষণীয় ফিচার, Tata, Hyundai-কে পরাস্ত করতে অত্যাধুনিক SUV আনছে Honda

বিভিন্ন গাড়ি কোম্পানির মধ্যে সর্বক্ষণ চলতে থাকে অন্তর্দ্বন্ধ। আর এই প্রতিযোগিতায় প্রতিটি গাড়ি কোম্পানির মধ্যে চলতে থাকে রেষারেষি। এই রেষারেষিতে এবার সেরা হবার যুদ্ধে নামল Honda। Tata, Hyundai মত জনপ্রিয় কোম্পানিকে টেক্কা দিতে Honda বাজারে লঞ্চ করতে চলেছে তাদের নতুন SUV গাড়ি।
চলুন তবে আর দেরি না করে জেনে নেওয়া যাক কি কি অত্যাধুনিক ফিচারস পাওয়া যাবে গাড়িটিতে। Honda তাদের এই গাড়িটি Amaze প্ল্যাটফর্মের ওপর তৈরি করেছে। এই গাড়িটিতে থাকবে VTEC ইঞ্জিন, যা গাড়িটির পারফরম্যান্সকে আরও বাড়িয়ে তুলবে। জানা গেছে গাড়িটিতে ম্যানুয়াল এবং অটোমেটিক দুই ধরনেরই ট্রান্সমিশন সিস্টেম পাবেন।
এছাড়াও এই গাড়িতে অতিরিক্ত ফিচারস হিসেবে পাবেন প্রিমিয়াম ফিনিসের অংশ, ইলেকট্রিক দ্বারা পরিচালিত সামনের সিট, অ্যাম্বিয়েট লাইটিং, সানরুফ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, এয়ার পিউরিফাইয়ার, মাল্টি ফাঙ্কশনাল স্টিয়ারিং হুইল, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট ডিসপ্লে প্রভৃতি অত্যাধুনিক ফিচারস।
এখনও কোম্পানির তরফ থেকে এই গাড়িটির নাম সম্পর্কে কোনরকম তথ্য দেওয়া হয়নি। এছাড়া এর দাম সম্পর্কেও কোনোরকম আভাস দেওয়া হয়নি। তবুও মনে করা হচ্ছে এই গাড়িটির দাম হতে পারে ১৫ লক্ষ টাকা। নতুন বছরে এপ্রিল মাসে ভারতে নতুন নির্গমন বিধি চালু হবার পর মধ্যেই ভারতের মার্কেটে এই গাড়ি লঞ্চ করতে চলেছে Honda। সুতরাং এপ্রিল মাসেই ভারতের বিভিন্ন শো’রুম সজ্জিত হবে এই গাড়িতে। তবে এই গাড়িটি বাকি গাড়িগুলিকে কতটা টেক্কা দিতে পারবে তা সময়ই বলবে।