টেক নিউজনিউজ

চাবি ছাড়াই স্টার্ট হবে স্কুটার, নজরকাড়া ফিচারসে বাজার গরম করতে এলো নতুন Honda Active 6G

জাপানের টু হুইলার ব্র্যান্ড হোন্ডা, এর ঝুলিতে রয়েছে বাইক ও স্কুটারের মন মাতানো সম্ভার। দাম সাধ্যের মধ্যে হওয়ার কারণে আর তার সাথে দুর্দান্ত স্পেসিফিকেশন থাকার কারণে এই কোম্পানির বাইক স্কুটার হয়ে উঠেছে মধ্যবিত্তের অন্যতম পছন্দের। প্রায় প্রতিবছর এই কোম্পানির বাইক স্কুটারগুলির নতুন আপডেট দেওয়া হয়ে থাকে, লঞ্চ করা হয় নতুন বাইক বা স্কুটার। আর ২০২৩এ এর অন্যথা হলো না।

সম্প্রতি নতুন অবতারের হাজির হয়েছে বিশ্বের জনপ্রিয়তম স্কুটার Honda Active. যুক্ত হয়েছে একাধিক নতুন ফিচার। জানা যাচ্ছে তিনটি ভেরিয়েন্টের এই স্কুটার ভারতে বিক্রি করবে সংস্থাটি। টপ মডেলটির নাম রাখা হয়েছে H-Smart. চলুন এক নজরে দেখে নিন এর দাম ফিচার্স ইত্যাদি

দাম- স্ট‍্যান্ডার্ড ভেরিয়েন্টে নতুন Honda Activa এক্স শোরুম দাম ৭৪ হাজার ৫৩৬ টাকা। এছাড়াও ডিলাক্স ভ্যারিয়েন্টে স্কুটারটি কিনতে পড়বে 77,036 টাকা আর টপ ভেরিয়েন্ট অর্থাৎ H smart টির ক্ষেত্রে পড়বে ৮০,৫৩৭ টাকা।

টপ ভেরিয়েন্ট এর কথা বলতে গেলে এতে দেওয়া হয়েছে গাড়ির মতো Smart key ফিচার। যা ব্যবহার করে চারটি নতুন ফিচার ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। যেমন smart Find smart unlock, smart safe, smart start. এগুলির বিশেষত্ব বলতে smart find ফিচারটি ব্যবহার করলে দশ মিটারের মধ্যে থেকে স্কুটার নেওয়া যাবে আবার স্মার্ট আনলক এর মাধ্যমে স্কুটারের হ্যান্ডেল আনলক করা যাবে, চাবি ছাড়াই স্টার্ট করা যাবে স্কুটার।

Honda activa এর নতুন মডেলের ইঞ্জিনে কোন বদল আসেনি। অর্থাৎ এই স্কুটারেও থাকবে ১০৯.৫১ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ৭.৮ পিএস টর্ক শক্তি ও 8.9 NM টর্ক পাওয়ার উৎপন্ন করতে সক্ষম। এছাড়াও সাসপেনশনের জন্য এটা দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক ও অ্যাডজাস্টেবল সাসপেনশন। টপ মডেলের ক্ষেত্রে যুক্ত হয়েছে তুলনামূলক লম্বা হুইলবেস ও ফুটবোর্ড, অ্যালয় হুইল, নতুন পাসিং সুইচ ও DC LED হেডল‍্যাম্প।