এই বছর নিজের জমি ছাড়তে যেন নারাজ BSNL. বিভিন্ন জনপ্রিয় টেলিকম সংস্থা যেমন জিও ভোডাফোনকে চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক নতুন নতুন দুর্দান্ত সব প্ল্যান নিয়ে হাজির হচ্ছে BSNL. জিও এয়ারটেল ইতিমধ্যে তাদের ফাইভ-জি পরিষেবা শুরু করে দিয়েছে কিন্তু তাতে কি এখনো 4 জি পরিষেবা শুরু করতে না পারলেও রিচার্জ প্ল্যান এর দিক দিয়ে সরকারি এই সংস্থা অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে রীতিমতো টেক্কা দিল এবার।
এই মুহূর্তে বিএসএনএল অতীতের সব রেকর্ড ভেঙে নতুন আনলিমিটেড ডাটা প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে সব সংস্থার প্রতিদিন এক জিবি থেকে 2gb আনলিমিটেড ডাটা প্ল্যান আছে। কিন্তু এবার নিজেদের প্ল্যান দিয়ে সবাইকে পিছনে ফেলে দিয়েছে BSNL.
truly unlimitedSTV_398
বর্তমানে যে প্ল্যানটি BSNL নিয়ে এসেছে তার নাম truly unlimitedSTV_398. এর প্যাকটির দাম ৩৯৮ টাকা তবে এই দামে পাওয়া যাবে অনেক প্রয়োজনীয় সুযোগ সুবিধা। বর্তমানে গ্রাহকদের সবথেকে বেশি প্রয়োজন হয় ডেটা প্যাকের। অনলাইন কোন কাজ করা থেকে শুরু করে টাকা ট্রানজেকশন কিংবা অনলাইন কোন ক্লাস বা বিনোদনের জন্য সবসময় প্রয়োজন নেটের।
আর এই কারণেই এই রিচার্জ প্লানে গ্রাহকদের কথা মাথায় রেখে কোনরকম ইউসেজ পলিসি লিমিট রাখা হয়নি। এক কথায় গ্রাহকরা এই রিচার্জ প্লানের আওতাই সম্পূর্ণ আনলিমিটেড ডেটা ও কল করার সুযোগ পাবেন তার সাথে থাকবে দৈনিক ১০০টি করে ফ্রি এসএমএস পাঠানোর সুবিধা। ৩০ দিনের বৈধতা রাখা হয়েছে এই প্ল্যানে।