একসময় টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছিল ‘রিলায়েন্স জিও’ সংস্থা। কারণ, তারা খুব কম দামে ডেটা, কলিংয়ের পাশাপাশি মেসেজিংয়ের সুবিধা করে দিয়েছিল গ্রাহকদের। যার ফলে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে বাধ্য হয়ে কম দামে পরিষেবা দিতে হয়েছিল। তবে সময়ের সাথে সাথে জিওর জনপ্রিয়তা এতোটাই বেড়ে যায় যে পেছনে পড়ে যায় ‘বিএসএনএল’।
যদিও বিএসএনএল’এর তরফ থেকে এমন কিছু অফার আনা হয়েছে গ্রাহকদের জন্য, যেগুলি খুব কম সময়েই জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে তারা বৈধতার দিক দিয়ে দারুণ সুবিধা এনে দিয়েছে গ্রাহকদের জন্য। আসলে অনেকেই রয়েছেন যারা একের বেশি সিম ব্যবহার করেন। আর বর্তমান সময়ের নিয়ম অনুযায়ী রিচার্জ না করলে ইনকামিং কলও বন্ধ হয়ে যায় সিমেরম
যে কারণে প্রধান সিমের পাশাপাশি আর একটি সিমও রিচার্জ করতে হয় সকলকে। যার ফলে ভালোরকম টাকা খরচ হয়ে যায়। সেই সমস্যাই দূর করতে একাধিক পরিষেবা নিয়ে এসেছে বিএসএনএল। সেরকমই দুটি রিচার্জ প্ল্যান সম্প্রতি উঠে এসেছে। যেখানে ৫০ টাকার কমেই আপনি দুর্দান্ত পরিষেবা লাভ করবেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক সেগুলি সম্পর্কে।
৪৯ টাকার প্ল্যান: আনলিমিটেড কলিং + ১ জিবি ডেটা। বৈধতা ২০ দিনের জন্য।
২৯ টাকার প্ল্যান: আনলিমিটেড কলিং + ১ জিবি ডেটা। বৈধতা ৫ দিনের জন্য।