নোকিয়া ফোন.. একটা সময় এর আলাদা ফলোইং ছিল। সস্তা নির্ভরযোগ্য এবং বুলেটপ্রুভ ছিল এর USP. স্মার্টফোনের জগতেও পা রেখেছিল এই NOKIA তবে নতুন বছর নিজেদেরকে আরো জনপ্রিয় করে তুলতে প্রস্তুত এই সংস্থা। এবার স্মার্টফোনের দুনিয়ায় জমি শক্ত করতে সস্তায় নতুন ফোন এনেছে ফিনল্যান্ডের এই সংস্থাটি।
সম্প্রতি লঞ্চ হয়েছে এন্ট্রি লেভেল স্টেটমেন্ট এ নয়া ফোন NOKIA C12. আর এই ফোনের বিশেষত্ব এর সেফটি ডিজাইন। ধুলোবালি ও বাষ্প থেকে সুরক্ষিত রাখতে যেমন মোবাইলের ডিজাইনে বিশেষ নজর দেয়া হয়েছে তেমনি জানানো হয়েছে হাত থেকে পড়ে গেলেও এই ফোনের ক্ষতির সম্ভাবনা কম।
NOKIA C12 স্পেশিফিকেশন- 6.3 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে যুক্ত এই ফোনে রয়েছে অক্টাকোর Unisoc 9863A1 চিপসেট। দেওয়া হয়েছে 2 gb ram 64gb স্টোরেজ। জানা যাচ্ছে এটি এন্ড্রয়েড ১২ গো এডিশন অপারেটিং সিস্টেমে চলবে। সব থেকে আকর্ষণীয় বিষয় এই ফোনে আগামী দু’বছর প্রত্যেক তিন মাস অন্তর সিকিউরিটি আপডেট পাঠাবে নোকিয়া।
ক্যামেরার কথা বলে এতে রয়েছে আট এমপি ফিক্সড ফোকাস ক্যামেরা। সঙ্গে দেয়া হয়েছে ৫ এমপি সেল্ফি ক্যামেরা। ক্যামেরার ক্ষেত্রে পাওয়া যাবে নাইট মোড, পোর্ট্রেট মোড, অটো HDR টাইম ল্যাপস ইত্যাদি। ফোনটি 5W চার্জিং সাপোর্ট যুক্ত 3000. mah ব্যাটারি সহ এসেছে। এছাড়াও আরো কিছু ফিচারস রয়েছে এতে তবে উন্নত ফিচারস থাকলেও দাম রাখা হয়েছে একেবারে সাধ্যের মধ্যে। 2gb র্যাম ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম থাকবে 10500 টাকা। আপাতত অস্ট্রিয়া ও জার্মানিতে লঞ্চ হয়েছে এই ফোন। তবে ভারতে লঞ্চ হবে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।