বাজার কাঁপাতে লঞ্চ হল Maruti-র ‘ছোট ডন’, চমকে দেবে লুক ও ফিচারস

অটোমোবাইল দুনিয়ায় ‘মারুতি’র নামটি সকলেরই পরিচিত। ১৯৯৯ সালে ভারতের লঞ্চ হওয়ার পর সেটি রীতিমতো বাজার দখল করে রেখেছে। সবথেকে অবাক করা বিষয় হলো তাদের একটি মডেল ‘Maruti WagonR’ লঞ্চ হওয়ার পর সেটির ৩ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। স্বাভাবিকভাবে বিশ্ব বাজারেও এই গাড়ির প্রচুর চাহিদা রয়েছে।
আর এবার এই বিষয়টিকে মাথায় রেখে নতুন পদক্ষেপ নিতে চলেছে এই সংস্থা। কারণ, তাদের তরফ থেকে এই গাড়িটি নতুন রূপে বাজারে আনার পরিকল্পনা করা হচ্ছে। যেহেতু সেখানে বেশ কিছু বৈশিষ্ট্য যোগ করা হয়েছে, তাই তার দামও কিছুটা বেশি হবে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থা।
এই মডেলটি 1.0 লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে উপলব্ধ হবে। পাশাপাশি CNG মোডের ব্যবহার দেখা যেতে পারে গাড়িটিতে। CNG মোডে সেটি সর্বোচ্চ 57bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম হবে।
নতুন এই গাড়িটি 1.0L পেট্রোল ইঞ্জিন 24.35kmpl (MT) এবং 25.19kmpl (AMT) মাইলেজ দেবে, যেখানে পুরোনো মডেলটি 1.2L পেট্রোল ইঞ্জিনে 23.56kmpl (MT) এবং 24.43kmpl (AMT) মাইলেজ দিতে সক্ষম।
গাড়ির অভ্যন্তরীণ ডিজাইনের কথা বলতে গেলে ভেতরে কালো অথবা নীল রঙের হতে পারে। ইনফোটেইনমেন্ট স্ক্রিনটি পুরনো গাড়ির মতো অর্থাৎ 9 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হবে। এছাড়া নিরাপত্তার দিকটি মাথায় রেখে সেখানে Stingray HUD, ADAS, 360-ডিগ্রী পার্কিংয়ের মতো সুবিধাগুলি দেওয়া হতে পারে।