IPL-এর মঞ্চে ধোনির পা ছুঁয়ে প্রণাম, অরিজিৎ সিংয়ের ভক্তিতে আপ্লুত নেটজনতা

সংগীত জগতের জনপ্রিয় এক অন্যতম সঙ্গীতশিল্পী হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। বর্তমান প্রজন্মের কাছে তিনি সংগীত জগতের গুরু হিসেবে পরিচিত। যাঁর গানে মুগ্ধ হয় ৮ থেকে ৮০ সকলে। বড় মাপের শিল্পী হওয়া সত্বেও নেই তাঁর কোনো অহংকার। সম্প্রতি আবারও একবার প্রমাণ করলেন সংগীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)।
ভক্তদের গুরু হয়ে আর এক ভক্তের পা ছুঁয়ে প্রণাম করলেন অরিজিৎ (Arijit)। সঙ্গে সঙ্গে সেই মুহূর্ত ভাইরাল নেটদুনিয়ায়। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে এমনই কাণ্ড ঘটালেন গায়ক অরিজিৎ সিং। ভক্তের ভক্তি দেখে আপ্লুত নেটজনতা।
প্রসঙ্গত, গত ৩১ শে মার্চ শুক্রবার (Friday) থেকে শুরু হয়েছে আইপিএল (IPL) ম্যাচ। এদিন আমেদাবাদের নরেন্দ্র মোদী (Narendra Modi) স্টেডিয়ামে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল। আর সেখানেই এসেছিলেন সুপারস্টার অরিজিৎ সিং (Arijit Singh)। একের পর এক গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন অরিজিৎ সিং। এছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna), তামান্না ভাটিয়া (Tamanna Bhatiya)।
Arijit Singh touched Dhoni's feet .
Oh man ❤️ pic.twitter.com/sjoP8mIoWx
— MAHIYANK ™ (@Mahiyank_78) March 31, 2023
তারপরই সেই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ঘটে এক অবাক করা কাণ্ড। এদিন ওই অনুষ্ঠানে সঞ্চালিকার অনুরোধে মঞ্চে আসেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি (Roger Binny), বিসিসিআই সচিব জয় শাহ (Sachib Joy Saha), চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) এবং গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এরপর মঞ্চে উপস্থিত সকল তারকাদের সাথে সাক্ষাৎ করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (M.S.Dhoni)।
তবে যখনি ধোনি (Dhoni) অরিজিৎ সিং (Arijit Singh)-এর সাথে সাক্ষাৎ করতে যায়, তখনই সঙ্গে সঙ্গে অধিনায়কের পা ছুঁয়ে প্রণাম করেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। তবে অধিনায়ক সংগীতশিল্পী অরিজিৎ সিংকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অধিনায়কের পা স্পর্শ করেন সুপারস্টার অরিজিৎ। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ অরিজিৎ ভক্তরা। ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও।