আজকের রাশিফল ১৩ই মার্চ রবিবার, রাশি অনুযায়ী সকলের ভাগ্যফল

Advertisement

মেষ রাশিঃ আর্থিক দিক দিয়ে আজ আপনার মোটেই ভালো কাটবে না। অর্থদণ্ড হওয়ার সম্ভাবনা প্রবল।

Advertisements

বৃষ রাশিঃ শত্রু দ্বারা আজ আপনি বশীভূত হতে চলেছেন। সাবধানতা অবলম্বন করা একান্তই জরুরী।

Advertisements

মিথুন রাশিঃ আইনি দিক দিয়ে আজ আপনার বিশেষ ভালো কাটবে। মোকদ্দমায় জয় লাভ করতে চলেছেন।

কর্কট রাশিঃ হঠাৎ করেই আজ আপনার মধ্যে রমণীপ্রীতি দেখা দিতে পারে। সবমিলিয়ে দিনটি খুবই ভালো কাটবে।

সিংহ রাশিঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে। কর্মে অগ্রগতি দেখা দিতে চলেছে।

কন্যা রাশিঃ অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি আপনার খুবই ভালো কাটবে। ধনবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশিঃ জুয়ায় আজ আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। ভাবনা-চিন্তা করে পদক্ষেপ নেওয়া জরুরী।

বৃশ্চিক রাশিঃ শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুবই শুভ। উচ্চশিক্ষায় সাফল্য লাভ করার সুযোগ আসবে।

ধনু রাশিঃ কর্মক্ষেত্রে আজ আপনার খুব একটা ভালো কাটবে না। সহকর্মীর সাথে বিরোধ দেখা দিতে পারে।

মকর রাশিঃ কোনো কারণে আজ আপনার মধ্যে হতাশা দেখা দিতে পারে। কাছের মানুষদের সাথে সময় কাটান।

কুম্ভ রাশিঃ অসৎপথে আজ আপনার উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভাবনা-চিন্তা করে পদক্ষেপ নেওয়াই জরুরী।

মীন রাশিঃ অবৈধ প্রণয়ের কারণে আজ আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।

Related Articles