ডোলা রে, ঐশ্বর্য-মাধুরীর স্টাইলে দুর্দান্ত নাচ দুই জাপানিজ তরুণীর, প্রশংসায় নেটিজেনরা

Advertisement

সম্প্রতি এবার ‘ডোলা রে, ডোলা রে’ গানের সাথে অসাধারণ নাচ প্রদর্শন করতে দেখা গেল দুই জাপানি মহিলাকে! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন হিন্দি গানের সাথে জাপানি মহিলারা কীভাবে নাচ প্রদর্শন করলেন? আসলে আমরা সকলেই জানি যে গান, সিনেমা এগুলো কখনোই দেশের সীমানা মানে না। দেশ ছাড়িয়ে সেগুলো পৌঁছে যায় বিদেশেও। সেরকমই একটি সিনেমা ছিল ‘দেবদাস’।

Advertisements

দেশের বাইরেও এই সিনেমা সমান জনপ্রিয়তা লাভ করেছে। তারই একটি বিশেষ গান হলো ‘ডোলা রে’। যেখানে মাধুরী এবং ঐশ্বর্য্যর সেই নাচ আজও মনে রেখেছেন দর্শকেরা। সেটিই এবার নতুন করে তুলে ধরেছেন দুই জাপানি মহিলা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই ভিডিও। যা দেখার পর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

Advertisements

কিছুদিন আগে ইনস্টাগ্রামে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে গানের সাথে তাল মিলিয়ে সমস্ত নাচের স্টেপগুলি করেছেন তারা। এমনকি তাদের অভিব্যক্তিও নজর কেড়েছে সকলের। ভিডিও ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ডোলা রে ফ্রম জাপান’। নাচের সময় তাদের পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি, সঙ্গে মানানসই গয়না। বাঙালী সাজে অসাধারণ লাগছিল তাদের দেখতে।

শাড়ি পরে বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই নাচের স্টেপগুলি করেছেন তারা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। সকলের মুখে একটাই কথা এই দেশের না হয়েও কী সুন্দর হিন্দি গানে নাচ প্রদর্শন করেছেন এই দু’জন। উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে এরকম নানান ভিডিও উঠে আসে। যেগুলি ভীষণই উপভোগ করেন সকলে।

Related Articles