এ যেনো স্বর্গ! হাত খরচের টাকায় ঘুরে আসুন এই হিল স্টেশন, একবার গেলে ভুলে যাবেন দীঘা-পুরী-দার্জিলিং

Advertisement

গরমের দাবদাহ এবং একঘেয়ে জীবন থেকে কয়েকদিনের বিশ্রাম নিয়ে মনকে ফুরফুরে ও প্রাণচঞ্চল করে তুলতে ঘুরে আসুন দার্জিলিং-এর একটি গ্রামে। দার্জিলিং-এর থেকে এখন সেই অঞ্চলের পাহাড় ঘেরা ছোটো ছোটো গ্রামগুলি বেশি প্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। যত দিন যাচ্ছে পর্যটকদের কাছে এক পছন্দের জায়গা হয়ে উঠছে দার্জিলিং-এর পাশে নিরিবিলি গ্রামগুলি। তাই এই গরমের দাপট থেকে কিছুদিনের রেহাই পেতে জঙ্গলে ঘেরা পাহাড়ি অঞ্চল দার্জিলিং-এর সিংমারি।

Advertisements

এখন অনেকেই দার্জিলিং ম্যাল বিশেষ পছন্দ করেন না। কারণ অনেকটা ঘিঞ্জি হওয়ায় শান্ত নিরিবিলি ভাব বিশেষ উপভোগ করা যায় না। তাই অনেকেই এখন নিরিবিলি ভাব উপভোগ করতে আশেপাশের গ্রামগুলিতে ঘুরতে পছন্দ করেন। আজকের প্রতিবেদনে রইল এমনই এক শান্ত নিরিবিলি গ্রামের খোঁজ। বর্তমানে অফবিট গ্রামগুলি পর্যটকদের কাছে প্রিয় হয়ে উঠেছে। দার্জিলিং ম্যাল থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে রয়েছে সিংমারি।

Advertisements

এখান থেকে ২ কিমি দূরে রয়েছে রোপওয়ে ও হিমালয়ান মাউন্টেনিয়ারিং মিউজিয়াম। তাই যারা শীতের শহরে জনবহুল জায়গা পছন্দ করেন না তাদের জন্য সিংমারি আদর্শ একটি ঘোরার জায়গা। এটি দার্জিলিং-এর ঘিঞ্জি পরিবেশ থেকে কিছুটা দূরে। রাত্রিবেলা এখানের পরিবেশ দারুণ মায়াবী। সিংমারিতে গ্রাম্য ও শহুরে দু’টি পরিবেশ উপভোগ করতে পারবেন। কিছু সময় কোলাহল লাগলেও গ্রামের মধ্যে ঢুকলে তা ধীরে ধীরে কমে আসবে।

এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবেন সুন্দরভাবে। সামনেই রয়েছে পাহাড়ি গুম্ফা। এছাড়া রয়েছে সিংটম চা বাগান। পাহাড়ি ঝর্ণা রয়েছে পাশেই। দূরে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাবে। কাছেই রয়েছে মনাস্ট্রি। এখানে পাহাড়ের গায়ে মেঘেরা খেলে বেড়ায়। যা এক স্বর্গীয় আনন্দ ও অনুভূতি দেবে আপনাকে। কীভাবে যাবেন দার্জিলিং-এর সিংমারি?

দার্জিলিং পৌঁছে সেখান থেকে ১৫ টাকা খরচ করে যাওয়া সম্ভব। প্রাইভেট গাড়িতে ২৫০ টাকা ও প্রতি জন পিছু ১২০০ টাকা হোমস্টে থাকার জায়গা পেয়ে যাবে।

Related Articles