মাত্র ১০ হাজার টাকায় আস্ত চারচাকা! ফেলে দেওয়া জিনিস দিয়ে গাড়ি বানিয়ে তাক লাগালেন নদীয়ার এই যুবক

Advertisement

মনের মত বাড়ি আর গাড়ি এমন ইচ্ছা কার না থাকে! প্রথমটার স্বপ্ন যাওবা পূরণ করে ফেলেন মধ্যবিত্তরা, কিন্তু চারচাকা গাড়ির কথা আসতেই দু পা পিছিয়ে যান। আকাশছোয়া মূলবৃদ্ধির বাজারে স্বপ্নের সাথে বাস্তবের থেকে যায় আকাশ পাতাল তফাৎ!

Advertisements

কিন্তু ওই যে বলে ইচ্ছা থাকলেই উপায় হয়। তাই ইচ্ছা শক্তির উপর ভর করেই স্বপ্নের সাথে সাধ্যের মেলবন্ধন ঘটিয়েছেন এই ব্যক্তি। ভাবতেই পারেন সঞ্চয় করে গাড়ি কেনা কঠিন হলেও বিরল তো নয়! এতে খবরের কি আছে! আসলে এই ব্যক্তি গাড়ি কেনার স্বপ্ন পূরণ করেছেন মাত্র দশ হাজার টাকায়। নিশ্চিত এবার নড়েচড়ে বসলেন কারণ দশ হাজারে গাড়ি!!

Advertisements

না তিনি কোথাও থেকে গাড়ি কেনেননি বরং দশ হাজার টাকা খরচ করে নিজেই বানিয়ে ফেলেছেন আস্ত এক গাড়ি। দশহাজার টাকা চারচাকা গাড়ি বানিয়ে সম্প্রতি নজির গড়েছেন নদীয়ার শান্তিপুরের বাসিন্দা সঞ্জয় প্রামানিক। তিনি কিন্তু কোন ইঞ্জিনিয়ারও নন কিংবা মিস্ত্রি। তিনি সাধারণ এক মন্ডপসজ্জার শিল্পী‌। তার দাবী প্রতিবন্ধী থেকে ছোট শিশু সকলেই চালাতে পারবেন এই গাড়ি‌।

তার গাড়ি সম্পূর্ণ হয়ে উঠেছে কিছু বাতিল জিনিস দিয়ে। বিভিন্ন বাতিল ভাঙ্গা ফেলে দেওয়ার সরঞ্জাম আর হাতের জাদু দিয়েই তৈরী করেছেন তার গাড়ি। গাড়ির দরজা থেকে সিলিং চাকা ব্যাকলাইট হ‍্যান্ডেল সবটাই কিন্তু রয়েছে। এমনকি হেডলাইট থেকে ইন্ডিকেটর, হর্ন থেকে ব্যাক গিয়ার সবকিছু সুবিধা রয়েছে গাড়িতে। আর এই গাড়ি এখন ছুটে বেড়াচ্ছে রাস্তায়। সব থেকে বড় বিষয় এই গাড়িতে তেল খরচ হবে না, চার্জ দিলেই ছুটবে গাড়ি। সঞ্জয়বাবু এমন সাফল‍্যে আনন্দিত হয়েছেন নেটনাগরিকগণ।

Related Articles