ট্রেনের বগিতে এই ৫ সংখ্যার কোড লেখা থাকে কেন? এর অর্থ জানলে চমকে যাবেন

Advertisement

ভারতের যোগাযোগ ব্যবস্থার ‘হৃদয়’ বলা হয় রেল ব্যবস্থাকে। কারণ, ভারতীয় রেলকে মাধ্যম করে প্রতিদিন কোটি কোটি মানুষ পৌঁছে যান নিজেদের গন্তব্যস্থলে। ভারতে রেলপথের সূচনা হয়েছে ব্রিটিশ আমলে। এরপর পেরিয়ে গিয়েছে বহু বছর। নানান পরিবর্তন এসেছে ভারতীয় রেল ব্যবস্থায়। এছাড়া এই ভারতীয় রেল সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে যা অনেকেই জানেন না।

Advertisements

যেমন বিশেষ কিছু সংকেত, চিহ্ন বা সংখ্যা রয়েছে যেগুলির মাধ্যমে অনেক তথ্য জানা যায়। এর আগে আমরা রেল সম্পর্কে এরকম নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আজ আমরা সেরকমই একটি বিষয় সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে। আপনারা খেয়াল করে দেখে থাকবেন ট্রেনের গায়ে পাঁচটি করে সংখ্যা লেখা থাকে।

Advertisements

কিন্তু এই সংখ্যার অর্থ কী জানেন কি? আসুন তাহলে সেটিই জেনে নেওয়া যাক। আসলে পাঁচটি সংখ্যার প্রথম দুটি সংখ্যায় সেই ট্রেনের কামরা কবে নির্মিত হয়েছিল তার সালকে বোঝায়। ধরুন কোনো ট্রেনের কামরার গায়ে লেখা রয়েছে ‘15567’ সংখ্যাগুলি। যার অর্থ হলো এই ট্রেনের কামরা তৈরি হয়েছে 2015 সালে। আর বাকি তিনটি সংখ্যা? সেগুলিরও অর্থ রয়েছে।

যেগুলি হলো-

001-025: AC ফার্স্ট ক্লাস
026-050: কম্পোজিট 1AC+ AC 2T
051-100: AC 2T
101-150: AC 3T
151-200: CC (AC চেয়ার কার)
201-400: SL (দ্বিতীয় শ্রেণির স্লিপার)
401-600: GS ( সাধারণ দ্বিতীয় শ্রেণি)
601- 700: 2s (দ্বিতীয় শ্রেণি সিটিং/ জনশতাব্দী চেয়ার ক্লাস)
701-800: সিটিং কাম লাগেজ রেক
801+ : প্যান্ট্রি কার/ জেনারেটর

Related Articles