এমন কোন জিনিস আছে যেটি বড় হলে মেয়েদের দেখতে ভালো লাগে?

Advertisement

কিছু কিছু চাকরির পরীক্ষার অন্তিম পর্যায় হল ইন্টারভিউ। আর এই ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীকে বেছে নেওয়া হয়। এভাবেই অনেকে আবার সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে বাদ পড়ে যান ইন্টারভিউ থেকে। কিছু কিছু সময় প্রার্থীকে এমন প্রশ্ন করা হয় যার ফলে তারা বিভ্রান্ত হয়ে যায়। আজকের প্রতিবেদনে রইল তেমনই কিছু অজানা প্রশ্নের সহজ উত্তর।

Advertisements

১. কোন প্রশ্নের উত্তর যা কিছুক্ষণ পর পর পরিবর্তন হয়?
উত্তর – ঘড়িতে কটা বাজে।
২. পৃথিবীর বিখ্যাত মরুভূমি সাহারা কোন মহাদেশে অবস্থিত?
উত্তর – আফ্রিকা মহাদেশে।
৩. অলিম্পিকের লোগোতে পাঁচটি রং-এর মধ্যে কোন রংটি এশিয়াকে প্রতিনিধিত্ব করে?
উত্তর – হলুদ রংটি।
৪. বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উত্তর – আলিপুরদুয়ার।
৫. ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উত্তর – সর্দার বল্লভ ভাই প্যাটেল।
৬. ভারতে অন্তর্ভুক্তির ফলে কোন এলাকার অধিবাসীরা ভারতীয় নাগরিকেরা গ্রহণ করে?
উত্তর – সিকিম।
৭. কোন গ্যাসটি ইলেকট্রিক বাল্বের মধ্যে থাকে?
উত্তর – নাইট্রোজেন।
৮. দুধ দইয়ে পরিণত হলে টক স্বাদ হয়, এর কারণ কী?
উত্তর – ল্যাকটিক অ্যাসিড।
৯. প্রাথমিক তিনটি রং কী কী?
উত্তর – লাল, নীল, সবুজ।
১০. ‘বাংলার দুঃখ’ কোন নদীকে বলা হয়?
উত্তর – দামোদর নদকে ‘বাংলার দুঃখ’ বলা হয়। কারণ প্রতিবছর বর্ষার সময় এই নদীর দু কূল জলে ভরে ওঠে ও সবকিছু বন্যায় ভাসিয়ে নিয়ে যায়। এরফলে সেখানকার সাধারণ মানুষের জীবনে দুর্দশা নেমে আসে।
১১. কোন ধাতুকে আঘার করলেও শব্দ হয় না?
উত্তর – অ্যান্টিমনি।
১২. গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল?
উত্তর – সংস্কৃত ভাষা।
১৩. পৃথিবীর চারিদিকে বায়ুমন্ডল না থাকলে পৃথিবীর কী অবস্থা হত?
উত্তর – হিমশীতল।
১৪. রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরষ্কার পান?
উত্তর – গীতাঞ্জলি।
১৫. মেয়েদের কোন জিনিসটি বড় হলে দেখতে ভালো লাতে?
উত্তর – বড় চুল। এমন প্রশ্ন মূলত প্রার্থীকে বিভ্রান্ত করতে করা হয়৷

Advertisements

Related Articles