তীব্র গতিতে ভারত মহাসাগরে আছড়ে পড়ল চীনা রকেট! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

চীনের পাঠানো Long March 5B-rocket নামক একটি রকেট নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশ থেকে আছড়ে পড়েছে পৃথিবীতে, ৯ মে রবিবার সকাল ৮ নাগাদ রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের উপর থেকে গিয়ে ভারত মহাসাগরের আরব সাগরের উপর আছড়ে পরে।
চীনের Long March 5B-rocket রকেট টি ভেঙ্গে পড়ার পর থেকেই সেটি ভূপৃষ্ঠের কোন জায়গায় এসে পড়বে তা নিয়ে রীতিমতন চিন্তায় ঘুম উড়েছিল বৈজ্ঞানিক মহলের। ৯ মে রবিবার সকাল ৮ টা নাগাদ, আগুনের স্ফুলিঙ্গ মতন আকাশ থেকে দুরন্ত গতিতে ধেয়ে আসে রকেটটি। মালদ্বীপের ওপর দিয়ে মহাসাগরে এসে পরে রকেটটি ধ্বংসাবশেষ, সেই সময় সাগরের তীরবর্তী দেশ গুলি থেকে অনেকেই এই দৃশ্যটি চাক্ষুষ করেছেন।
ইতিমধ্যেই রকেট এর ধ্বংসাবশেষ মহাসাগরে পড়ার একটি ভিডিও পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আরব সাগরের তীরবর্তী ওমান দেশ থেকে চিনা রকেটের মহাসাগরে পড়ার দৃশ্যটি ক্যাপচার করে লুফি নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘আকাশ থেকে পড়ছে চিনা রকেট’।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই কয়েক মুহূর্তের মধ্যেই বিপুল পরিমাণে ভাইরাল হয়েছে, এক ঘন্টার মধ্যেই প্রায় কয়েক লাখের উপর মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ সফর।