কি এমন জিনিস যা নাম নিলেই ভেঙে যায়? জানেন সেটি কি?

Advertisement

ইন্টারভিউ প্রশ্ন: জাতির মেরুদণ্ড হিসেবে কাদের চিহ্নিত করা হয়েছে? কম-বেশি বহু চাকরিপ্রার্থীর জানার ইচ্ছা থাকে যে ইন্টারভিউয়ে কি ধরনের প্রশ্ন করা হয়। বর্তমানে ইন্টারভিউয়ে ধরা হয়েছে এমন বিভিন্ন প্রশ্ন খবরের শিরোনামে উঠে আসছে। যা চাকরিপ্রার্থীদের অনেকটাই সুবিধা দিচ্ছে।

Advertisements

বলা যায় সরকারি-বেসরকারি সব চাকরির ক্ষেত্রেই ইন্টারভিউ একটা অন্যতম অংশ। সব পরীক্ষা শেষে এই ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হয় প্রার্থীদের। তাই অনেক চাকরিপ্রার্থী রয়েছে যারা পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউয়ে গিয়ে ঠিকঠাক ফলাফল করতে পারেনা।

Advertisements

প্রসঙ্গত, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বুদ্ধিমত্তার যাচাইকরণ করা হয়। সাধারণ জ্ঞান, ইতিহাস এই সব থেকেই প্রশ্ন করা হয়। তাই আজকের এই প্রতিবেদনে সেরকম ইন্টারভিউয়ে করা বেশ কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে। তাই চলুন সময় নষ্ট না করে সেই প্রশ্নসহ উত্তরগুলি দেখে নেওয়া যাক।

১) প্রশ্ন – কত সালে সূর্যসেনের ফাঁসি হয়?
উত্তর – 1934 সালে।
২) প্রশ্ন – দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – যমুনা।
৩) প্রশ্ন – ‘বিষের বাঁশি’ কাব্যটি কার লেখা?
উত্তর – নজরুল ইসলাম।
৪) প্রশ্ন – নাগাল্যান্ডের বিখ্যাত নিত্যশৈলীর নাম কি? উত্তর – রেংমা।
৫) প্রশ্ন – ইউরোপের প্রথম শিল্প বিপ্লব কোন দেশে ঘটে?
উত্তর – ইংল্যান্ড।
৬) প্রশ্ন – বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?
উত্তর – 21 শে মার্চ।
৭) প্রশ্ন – যানবাহনের ধোঁয়া থেকে কোন ক্ষতিকারক গ্যাস নির্গত হয়?
উত্তর – সিসা।
৮) প্রশ্ন – মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার?
উত্তর – তৃতীয় শ্রেণীর।
৯) প্রশ্ন – ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি?
উত্তর – পরমবীরচক্র।
১০) প্রশ্ন – দিলওয়ালা মন্দির কোন রাজ্যে অবস্থিত?
উত্তর – রাজস্থান।
১১) প্রশ্ন – কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির জনসংখ্যা বেশি?
উত্তর – মধ্যপ্রদেশ।
১২) প্রশ্ন – এমন কোন জিনিস রয়েছে যার নাম নিলেই ভেঙে যায়?
উত্তর – নীরবতা (বিভ্রান্তিকর প্রশ্ন)।
১৩) প্রশ্ন – সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়েছিল?
উত্তর – 2000 সালে।
১৪) প্রশ্ন – কেন্দ্রীয় তামাক গবেষণাটি কোথায় অবস্থিত?
উত্তর – অন্ধপ্রদেশের রাজামুন্দ্রিতে।
১৫) প্রশ্ন – জাতির মেরুদন্ড হিসেবে কাদের চিহ্নিত করা হয়েছে?
উত্তর – শিক্ষকদের।

Related Articles