গরমের ছুটি উপভোগ করতে পাহাড়ের স্বাদ পেতে চান? নামমাত্র খরচে ঘুরে আসুন এই অপরূপ হিল স্টেশন থেকে

Advertisement

গরমের দাবদাহ এবং একঘেয়ে জীবন থেকে কয়েকদিনের বিশ্রাম নিয়ে মনকে ফুরফুরে ও প্রাণচঞ্চল করে তুলতে সকলেই পাহাড় যেতে পছন্দ করেন। পাহাড়ের সৌন্দর্য্য ও বিশালতা সবকিছুকে হার মানায়। পাহাড়ের গায়ে পুঞ্জিভূত হয়ে থাকা মেঘের সারি যেনো মনকে আরও শান্ত করে তোলে। তাই বাঙালিরা গরমের দাবদাহ থেকে বাঁচতে পাহাড়ে ছুটে যান। পাহাড় মানেই সকলের কাছে দার্জিলিং।

Advertisements

Advertisements

কিন্তু আজকের প্রতিবেদনল রইল অন্য এক পাহাড়ি অঞ্চলের সন্ধান। এই গরমের ছুটিতে কাটিয়ে আসুন গীতখোলা। এখানে মেঘের আড়ালে পাহাড়ের লুকোচুরি ও ঝর্ণার সঙ্গে জলঢাকা নদী সবমিলিয়ে মন ভালো করা এক পরিবেশের সৃষ্টি হবে। এটি ডুয়ার্সের পশ্চিম দিকের অংশ। এর সামনেই পাবেন লাভা, টিফিনদারা ভিউ পয়েন্ট। এছাড়া হিমালয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রাণ ভরে। হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা।

এখানে রয়েছে রাস্তার দুই পাশে পাইন, অর্কিড ও ফারের সারি। গীতখোলা হল শান্ত, নিরিবিলি পাহাড়ি গ্রাম। আর চারিদিক যেনো ছবির মত সুন্দর। থাকার জন্য কোনো চিন্তা করতে হবে না। এখানে রয়েছে একাধিক হোমস্টে। তবে এখানে আসার আগে বুক করে নেওয়া ভালো। শেরপা ও লেপচাদের গ্রাম গীতখোলা। একেবারে ছবি তোলার মতন আদর্শ জায়গা এটি।

এখান থেকে সিকিমের কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন। একসঙ্গে তিনটি ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই তিনটি ঝর্ণার নাম থ্রী সিস্টার ওয়াটারফলস্। ছবির মতন সুন্দর এই গ্রামে কাটানো কটা দিন মনে গেঁথে থাকবে চিরদিন।

Related Articles