মাত্র ৫০ হাজার টাকায় আজই বাড়ি নিয়ে আসুন Royal Enfield Classic 350, এই সুযোগ হাতছাড়া করবেন না

মোটরবাইকের দুনিয়ায় ‘রয়্যাল এনফিল্ড’এর নাম নতুন করে বলার প্রয়োজন পড়ে না। দীর্ঘ সময় ধরে সেটি রীতিমতো রাজত্ব করছে গ্রাহকদের মাঝে। সব বয়সের গ্রাহকেরাই বাইক পছন্দ করেন। এই সংস্থা সব থেকে জনপ্রিয় বাইকটির নাম হলো ‘Royal Enfield Classic 350’। তবে এই বাইকটা সকলের পছন্দ হলেও অনেক সময় দামের কারণে সেটি কেনা সম্ভব হয় না।
তবে আজ আপনাদের সামনে এমন একটি তথ্য নিয়ে এসেছি যেখানে খুব কম দামেই এই বাইক আপনি কিনে ফেলতে পারেন। রয়্যল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকটি ৩৪৯ cc সিঙ্গেল-সিলিন্ডার DOHC ইঞ্জিন দ্বারা চালিত, যা ৬১০০ rpm-এ ২০.২ bhp শক্তি এবং ৪০০০ rpm-এ ২৭ Nm পিক টর্ক জেনারেট করে৷ এটির এক্স-শোরুম মূল্য ১.৯০ লক্ষ টাকা থেকে ২.২১ লক্ষ টাকা পর্যন্ত।
তবে আপনি কি জানেন এটি আপনি মাত্র ৫০ হাজার টাকা দিয়েই বাড়ি নিয়ে যেতে পারেন? কীভাবে? আসুন তাহলে সেই সম্পর্কেই জেনে নেওয়া যাক। আসলে আপনি যদি এই বাইকটির সেকেন্ডহ্যান্ড মডেল কেনেন তাহলে ৫০ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন। ‘Droom’ নামক একটি ওয়েবসাইটে এই বাইকের একটি ২০১২ মডেল বিক্রির জন্য উপলব্ধ আছে।
যেটিতে দিল্লীর রেজিস্ট্রেশন হয়েছে, আর এর দাম মাত্র ৫০ হাজার টাকা। তবে এতে ফাইন্যান্স প্ল্যান পাওয়া যাবে না। অন্যদিকে ‘OLX’ ওয়েবসাইটে এই বাইকের ২০১৩ মডেল বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। সেটিও দিল্লীরই রেজিস্ট্রেশনপ্রাপ্ত। এর দাম রয়েছে বর্তমানে ৬০ হাজার টাকা। তাই আপনি যদি এই বাইক কিনতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে দেখুন।