ফাইভস্টার হোটেল নয়, এই সাধারণ রেস্টুরেন্টের খাবার ছাড়া মুকেশ আম্বানির চলে না!

এই হোটেলে প্রিয় খাবার মুকেশ আম্বানির, সপ্তাহে নিয়মিত এই হোটেল থেকে খাবার যায় আম্বানি বাড়িতে। ধনপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)-র সম্পর্কে আলাদা করে বলার আর কিছুই নেই। বলা যায় বিশ্বজোড়া খ্যাতি রয়েছে এই স্বনামধন্য ব্যক্তির। বিলাসবহুল জীবনযাপনের জন্যই মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ার শিরোনামে থাকেন আম্বানি। তবে সাম্প্রতিক তার ব্যক্তিগত জীবন সম্পর্কে উঠে এসেছে এক গোপন তথ্য। কি সেই গোপন তথ্য? যা শুনতে আগ্রহী গোটা নেটমহল।
জিও (Jio) রিলায়েন্স (Reliance) কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani) কতটা বিলাসিতা করেন তা সকলেরই জানা। তবে জানা গিয়েছে তিনি বেশ খাদ্যরসিকও বটে। খাবার নিয়ে বেশ সচেতন আম্বানি। তিনি বেশ নিয়ম মেনে খাওয়া-দাওয়া করেন। তবে খেতে ভালোবাসেন বলে যে খুব বেশি পরিমাণে খান তা কিন্তু নন। তার খাবারের পরিমাণ অল্প। তবে খেতে ইচ্ছা করলে তিনি দেশ-বিদেশের বিভিন্ন রেস্তোরাঁ থেকেই খাবার খান। তবে আম্বানির একটি প্রিয় রেস্তোরাঁ রয়েছে।
বলা যায় সেখানের খাবার ছাড়া তার অন্য কোনো রেস্তোরাঁর খাবার পছন্দই হয় না। অর্থাৎ এই হোটেলের নিয়মিত গ্রাহক বলা যায় মুকেশ আম্বানিকে। তবে শুধু মুকেশ আম্বানি নয়, এই হোটেলে খেতে আসেন নামিদামি তারকারাও।
এই রেস্তোরাঁর নাম ‘স্বাতী স্ন্যাকস'(Swati Snacks)। যা মুম্বাইয়ে অবস্থিত। তবে এই রেস্টুরেন্ট পাঁচতারা হোটেলের মতো নয়। খুবই সাধারণ একটি রেস্টুরেন্ট। কিন্তু এই রেস্টুরেন্টের খাবার এতটাই জনপ্রিয় যে দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশে পৌঁছে গেছে এই রেস্টুরেন্টের খাবার।
সাম্প্রতিক ভারতে এসেছিলেন অ্যাপলের সিইও টিম কুক (Tim Kuk)। এই রেস্টুরেন্টে বসে তিনি মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)-এর সাথে বড়া পাও খেয়ে গিয়েছেন।জানা যায় মুকেশ আম্বানি (Mukesh Ambani) এই হোটেলের খাবারের বড় ভক্ত। এই হোটেলের খাবার আম্বানির এতটাই প্রিয় যে তিনি সপ্তাহের একদিন হোটেল থেকে খাবার অর্ডার করে খান। তবে এই হোটেলের দই বড়া এবং ভেলপুরি আম্বানির সবচেয়ে প্রিয় খাদ্য। শুধু আম্বানি নয়, আম্বানি পরিবারের অন্যান্য সদস্যদেরও এই ‘স্বাতী স্ন্যাকস’-এর খাবার বেশ পছন্দের।