WB Madhyamik Result 2023: মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়সড় ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী, এক্ষুনি জানুন

Madhyamik Result 2023: ২০২৩ এ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ শে ফেব্রুয়ারি থেকে। আর সেই পরীক্ষা শেষ হয় ৪ ঠা মার্চ। এবার পরীক্ষা শেষের সাথে সাথেই ঘোষণা করা হয়েছিল যে, মে মাসের মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল। আর সেই কথা অনুযায়ী আগামী ১৯ শে মে অর্থাৎ শুক্রবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক ২০২৩ এর ফলাফল। মাত্র ৭৫ দিনের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করে মধ্যশিক্ষা পর্ষদ (Madhya Siksha Parshad) বের করতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট।
Madhyamik Result 2023: ১৯ শে মে ২০২৩ সকাল ১০ টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে মাধ্যমিকের ফলাফল। সকল ১০ টায় টেলিভিশন পর্দায় প্রেস মিডিয়ার সামনে ঘোষণা করা হবে প্রথম থেকে দশম স্থান অধিকারীদের নাম। এরপর বেলা ঠিক ১২:০০ টায় মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে সমস্ত মাধ্যমিকের পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবে। ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১০ লক্ষ।
19th May, 2023, Friday, 10 AM the Results of Madhyamik Pariksha 2023 shall be declared by WBBSE.
— Bratya Basu (@basu_bratya) May 10, 2023
Madhyamik Result 2023: ফলাফল দেখার জন্য অবশ্যই মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর এডমিট নম্বর এবং জন্মতারিখের প্রয়োজন হবে। বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে বেলা ১২ টা থেকেই মাধ্যমিকের পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবে। সেই ওয়েবসাইটগুলি গুলো –
www.wbbse.wb.gov.in
https://wbresults.nic.in
www.exametc.com
www.anandabazar.com
www.telegraphindia.com
www.abpeducation.com
www.indiaresults.com
www.jagaranjosh.com
www.results.shiksha
www.news18bangla.com
www.24ghanta.com
wb10.abplive.com
Madhyamik Result 2023: কিভাবে ওয়েবসাইট থেকে ফলাফল দেখা যাবে?
প্রথমে, অফিসিয়াল WBBSE ফলাফল 2023 ওয়েবসাইটে যান: https://www.results.shiksha/west-bengal/wbbse/
বিকল্পভাবে, শিক্ষার্থীরা অফিসিয়াল মাধ্যমিক ফলাফল 2023 মোবাইল অ্যাপটি এখানে ডাউনলোড করতে পারে: https://play.google.com/store/apps/details?id=wbbse.results.shiksha
দ্বিতীয়ত, রোল নম্বর এবং জন্ম তারিখ লিখতে হবে (উদাহরণ: যদি জন্ম তারিখ 12 নভেম্বর, 2001 হয়, তাহলে 121101 হিসাবে DOB লিখুন) এবং ‘WBBSE ফলাফল 2023 পান’ বা ‘Submit’ বোতামে ক্লিক করতে হবে।
তৃতীয়ত, সঙ্গে সঙ্গেই WB মাধ্যমিক ফলাফল 2023 স্ক্রিনে দেখানো হবে। সেখান থেকে চাইলে একটি প্রিন্টআউট রাখা যেতে পারে।
Madhyamik Result 2023: কিভাবে SMS থেকে ফলাফল দেখা যাবে?
এখনো অনেক ছাত্র-ছাত্রী আছে যাদের কাছে স্মার্টফোন নেই বা যারা ইন্টারনেট ব্যবহারে সাবলীল নয়। তাদের ক্ষেত্রে মোবাইল নাম্বার থেকে মেসেজ করেও রেজাল্ট জানা সম্ভব।
১) “WB10
২) SMS করার কিছুক্ষণের মধ্যেই মেসেজ ইনবক্সে মাধ্যমিকের ফলাফলটি চলে আসবে। তবে এই ফলাফল প্রিন্ট করা যাবে না।