সপ্তাহের শুরুতে সুখবর, ভারতে এক ধাক্কায় কমল সোনার দাম, জানুন আজকের বাজারদর

সপ্তাহের প্রথম কর্মদিবস সুখবর বয়ে আনলো মধ্যবিত্তের ঘরে। সপ্তাহ শুরুর প্রথম দিনেই এক লাফে অনেকটাই কমলো সোনার দাম। গত শুক্রবারের বাজারদরের ধারা বজায় রেখে এমসিএক্স সূচকে 10 গ্রাম সোনার দামে এল পতন। যেখানে মার্চ মাসের গোড়ার দিকে 10 গ্রাম হলুদ ধাতুর মূল্য ছুঁয়ে ফেলেছিল 55,6000 টাকার স্তর, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে 0.23 শতাংশ দাম কমলো প্রতি 10 গ্রাম সোনার।
যেখানে বছরের তৃতীয় মাসের গোড়ার দিকে সোনার মূল্য ছুঁয়ে ফেলেছিল ভারতীয় বাজারের দুই হাজার কুড়ি সালের আগস্ট মাসের সর্বকালীন রেকর্ডের দরকে মাত্র 600 টাকার ব্যবধানে,সেখানে বিগত শুক্রবারদিন সোনার মূল্য 310 টাকা কমে দাঁড়ায় 51,275 টাকায়। যা চলতি সপ্তাহের কর্মদিবসের প্রথম দিনে আরও 117 টাকা কমে দাঁড়িয়েছে প্রতি 10 গ্রামে 51,227 টাকায়।
অর্থাৎ যেখানে সারা ভারত জুড়ে তৈরি হয়েছিল সোনার মূল্যে record-breaking পরিস্থিতি সেখানে সোনার মূল্যর অধঃপতনে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন ক্রেতা-বিক্রেতারা। হলুদ ধাতুর মূল্য ফের 51,000 টাকা স্তরে নেমে আসায় লাভের আশা দেখছেন স্বর্ণকারেরা। সাথে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে মধ্যবিত্ত বাঙালির মুখে।
তবে রুপোর ক্ষেত্রে ঘটনাক্রম খানিকটা বিপরীতমুখী! এই সপ্তাহের প্রথম কর্মদিবসে রুপোর দাম সামান্য বেড়ে ছুঁয়েছে 66,600 টাকার স্তরকে অর্থাৎ বর্তমানে 1 কিলোগ্রাম রুপোর দর 0.13 শতাংশ অর্থাৎ 780 টাকা বেড়ে দাঁড়িয়েছে 66,820 টাকা প্রতি কেজিতে। যদিওবা রুপার মূল্যে খুব একটা পরিবর্তন না আসায় বর্তমানে দোকানে দোকানে জায়গা করে নিচ্ছে রুপোর ট্রেন্ডি কালেকশন!