আজই শুরু করুন বর্ষাকালের সেরা এই ব্যবসা, মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগেই লুটে নিন অধিক মুনাফা

একটা সময় ছিল যখন মানুষ ব্যবসার নাম শুনে ভয় পেতেন। তার কারণ ব্যবসা মানেই ছিল প্রচুর টাকার ইনভেসমেন্ট। কিন্তু বর্তমানে চাকরির পাশাপাশি মানুষ ঝুঁকছে ব্যবসার প্রতি। এর প্রধান কারণ হলো এখন খুব অল্প পরিমাণ পুঁজি নিয়েও কোনো না কোনো ব্যবসা শুরু করাই যায়। এছাড়া ই-কমার্সের (E-commerce) দৌলতে এখন ঘরে বসেই পুরুষ মানুষ থেকে শুরু করে একজন গৃহবধূ খুব সহজেই ব্যবসা শুরু করতে পারেন।
বাধা ধরা সময়ের চাকরি ছাড়া যারা সেলফ এমপ্লয়েড অর্থাৎ যারা প্রাইভেট টিউশন করেন বা কোন সংস্থাতে গিয়ে শিক্ষকতা করেন বা দোকানে কাজ করেন তাদের ক্ষেত্রে বর্ষাকাল সময়টি বড়ই কঠিন। কোনরকম সতর্কবাণী ছাড়াই হুটহাট করে ঝড়-বৃষ্টি নামতে পারে। এই বর্ষাকালে সেক্ষেত্রে কাজে যাওয়া এক প্রকার অসুবিধা হয়ে পড়ে। আর কাজে না গেলেই সেই দিনের রোজগার বাতিল হয়ে যায়।
তাই গৃহবধূ থেকে শুরু করে বিশেষত এই সমস্ত সেলফ এমপ্লয়েড মানুষের জন্য বা যে সমস্ত মানুষ চাকরির পাশাপাশি খুব অল্প পুঁজিতে কোন ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য এই বর্ষাকালে রয়েছে এক দারুন ব্যবসার আইডিয়া। আপনার পকেটে যদি মাত্র ৫,০০০-৭,০০০ টাকা থাকে, তবে আপনি নিশ্চিন্তে শুরু করতে পারবেন এই ব্যবসাটি। ভাবছেন এতো কম পুঁজিতে লাভজনক কি ব্যবসা করা যায়? তাহলে পুরোটা পড়ুন…
ব্যবসাটি হল বর্ষাকালের উপযোগী কিছু জিনিস বিক্রয়। এরমধ্যে প্রধান হল রেইনকোট (Raincoat)। আজকাল ছাত্র-ছাত্রীরা সকলে প্রায় রেইনকোট ব্যবহার করে থাকে। ছোট থেকেই বাচ্চাদের রেইনকোট কেনার একটা প্রবণতা থাকে। রংবেরঙের রেইনকোট, ওয়াটার প্রুফ রেইনকোট ইত্যাদি যদি আপনি এই বর্ষার সময় বিক্রি করতে পারেন, তবে ভালো টাকা উপার্জন হতে পারে। মাত্র পাঁচ হাজার টাকা দিয়েই আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। পরে ধীরে ধীরে বাড়াতে চাইলে ব্যবসাটি বড় করতে পারবেন।
রেইনকোট এর পাশাপাশি রয়েছে ছাতা, রাবারের জুতো, মশারি ইত্যাদির জনপ্রিয়তা। তাই বর্ষাকালে যদি আপনি এই সমস্ত জিনিস কোন বড় মার্কেট থেকে কম দামে এনে নিজের লাভ রেখে বিক্রি করতে পারেন। তাহলে ভালো টাকা লাভ করা যেতে পারে। তাই সময় সুযোগ হলে আজই শুরু করতে পারেন এই দুর্দান্ত ব্যবসাটি।