হঠাৎ গায়ে টিকটিকি পড়া কিসের ইঙ্গিত দেয়? না জানলেই বিপদ
আমাদের প্রত্যেকের বাড়িতে কমবেশি টিকটিকি রয়েছে। এমন কোনো বাড়ি নেই যেখানে টিকটিকি নেই। আর আপনি কি জানেন বাড়িতে টিকটিকি থাকার বেশকিছু শুভ-অশুভ দিক রয়েছে। আসলে বাস্তুবিশেষজ্ঞদের মতে আমাদের জীবনে এমন কিছু সাধারণ বিষয় রয়েছে যেগুলি সুখ-সমৃদ্ধির উপর প্রভাব বিস্তার করে। আজ আমরা টিকটিকির সেসব দিকগুলি সম্পর্কে আলোচনা করবো।
১. মাথায় টিকটিকি পড়লে এটা সৌভাগ্যের ইঙ্গিত বহন করে আনে। এক্ষেত্রে ধনী হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে যদি কোনো ধনী মানুষের উপর টিকটিকি পড়ে তাহলে ধনী থেকে তিনি দরিদ্র হয়ে যেতে পারেন।
২. একজন পুরুষের ডানদিকে আর মহিলার বামদিকে টিকটিকি পড়লে তা সৌভাগ্যের বার্তা নিয়ে আসে।
৩. নতুন বাড়ি তৈরি করার পর সেখানে যদি দেখেন টিকটিকি রয়েছে তাহলে বুঝতে হবে মা লক্ষ্মী আসতে চলেছেন ঘরে।
এসব কারণে বাড়ি থেকে কখনোই টিকটিকি তাড়িয়ে দেওয়া উচিত নয়। তবে খেয়াল রাখতে হবে টিকটিকি যেন কোনো খাবারে না পড়ে। তাহলে তা বিপদ ডেকে আনতে পারে। গায়ে কোথাও টিকটিকি পড়লে সেই জায়গায় অ্যান্টিসেপটিক দিয়ে ধুয়ে ফেলবেন। এছাড়া বাড়িতে বাচ্চা থাকলে বাড়তি সচেতনতা রাখতে হবে।